হোম > সারা দেশ > ঢাকা

নবাবগঞ্জের ইউএনওকে হুমকি

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমানকে প্রকাশ্যে ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়েছেন স্থানীয় মো. আবুল হোসেন খন্দকার নামের এক ব্যক্তি। আজ সোমবার এ বিষয়ে নবাবগঞ্জ থানায় মতিউর রহমান বাদী হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে উল্লেখ করা হয়, ৫ মার্চ বেলা তিনটার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের অফিস কক্ষে আপিল শুনানির একপর্যায়ে ইউএনওকে ভয়ভীতি প্রদর্শন করেন মো. আবুল হোসেন খন্দকার। 

এতে আরও বলা হয়, ‘উপজেলার হযরতপুর মৌজার একটি সরকারি জমির বিষয়ে শুনানিকালে আমি (ইউএনও) সরকারের পক্ষে উপস্থিত ছিলেন। 

‘শুনানির একপর্যায়ে আবুল হোসেন ব্যক্তিগতভাবে ভয়ভীতি প্রদর্শন করেন এবং কীভাবে নবাবগঞ্জ উপজেলায় চাকরি করি—সেটা তিনি (আবুল হোসেন) দেখে নেবেন এবং ভবিষ্যতে আমার ক্ষতি করবেন বলে প্রকাশ করেন।’ 

মতিউর রহমান ডায়েরিতে উল্লেখ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপসচিব দিপঙ্কর কুমার চক্রবর্তীসহ বন বিভাগের শুনানি-সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

এ বিষয়ে আবুল হোসেন খন্দকার বলেন, ‘আমি ইউএনও মতিউর রহমানকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করিনি। আমার বিরুদ্ধে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ