হোম > সারা দেশ > ঢাকা

ল্যাপটপ ও প্রিন্টারে মূসক প্রত্যাহারের দাবি কম্পিউটার সমিতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে ল্যাপটপ কম্পিউটার ও প্রিন্টারে মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরে সমিতি। 

ল্যাপটপ আমদানিতে মূসক প্রত্যাহারের বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ল্যাপটপের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রস্তাবের পাশাপাশি ডলারের দাম বৃদ্ধির ফলে মোট ২৫ শতাংশ মূল্য বাড়বে। এ ক্ষেত্রে কাস্টমস ডিউটি (সিডি), অ্যাডভান্সড ইনকাম ট্যাক্স (এআইটি), অ্যাডভান্স ট্রেড ভ্যাট যুক্ত হয়ে ল্যাপটপের দাম প্রায় ৩১ শতাংশ বাড়বে। এ ক্ষেত্রে যে ল্যাপটপটির মূল্য ছিল ১ লাখ টাকা, তার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ১ লাখ ৩১ হাজার ২৫০ টাকা।

একইভাবে প্রিন্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম আমদানিতে মূসক প্রত্যাহারের দাবি জানিয়ে বলা হয়, ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাবের ফলে আগামী অর্থবছরে প্রিন্টার, কার্টিজ ও টোনারের দাম বাড়বে। এ দেশে প্রিন্টার সামগ্রী উৎপাদনে অনেক প্রতিষ্ঠান কাজ করলেও উৎপাদন শুরু করতে আরও সময়ের প্রয়োজন। তাই ভোক্তাদের স্বার্থ বিবেচনায় ১৫ শতাংশ মূসক প্রত্যাহার দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএসের সভাপতি সুব্রত সরকার, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, বেসিসের সহসভাপতি আবু দাউদ খান, বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ, আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক প্রমুখ।

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার