হোম > সারা দেশ > ঢাকা

ল্যাপটপ ও প্রিন্টারে মূসক প্রত্যাহারের দাবি কম্পিউটার সমিতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে ল্যাপটপ কম্পিউটার ও প্রিন্টারে মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরে সমিতি। 

ল্যাপটপ আমদানিতে মূসক প্রত্যাহারের বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ল্যাপটপের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রস্তাবের পাশাপাশি ডলারের দাম বৃদ্ধির ফলে মোট ২৫ শতাংশ মূল্য বাড়বে। এ ক্ষেত্রে কাস্টমস ডিউটি (সিডি), অ্যাডভান্সড ইনকাম ট্যাক্স (এআইটি), অ্যাডভান্স ট্রেড ভ্যাট যুক্ত হয়ে ল্যাপটপের দাম প্রায় ৩১ শতাংশ বাড়বে। এ ক্ষেত্রে যে ল্যাপটপটির মূল্য ছিল ১ লাখ টাকা, তার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ১ লাখ ৩১ হাজার ২৫০ টাকা।

একইভাবে প্রিন্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম আমদানিতে মূসক প্রত্যাহারের দাবি জানিয়ে বলা হয়, ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাবের ফলে আগামী অর্থবছরে প্রিন্টার, কার্টিজ ও টোনারের দাম বাড়বে। এ দেশে প্রিন্টার সামগ্রী উৎপাদনে অনেক প্রতিষ্ঠান কাজ করলেও উৎপাদন শুরু করতে আরও সময়ের প্রয়োজন। তাই ভোক্তাদের স্বার্থ বিবেচনায় ১৫ শতাংশ মূসক প্রত্যাহার দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএসের সভাপতি সুব্রত সরকার, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, বেসিসের সহসভাপতি আবু দাউদ খান, বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ, আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক প্রমুখ।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে