হোম > সারা দেশ > ঢাকা

পল্টনে বাসার ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর শান্তিনগর চামেলিবাগ এলাকায় একটি বাসার চারতলার ছাদ থেকে পড়ে মাকসুদা বেগম (৪৯) নামের এক গৃহবধূ মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। 

মুমূর্ষু অবস্থায় মাকসুদা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

মাকসুদা বেগমের ছেলে মো. আলআমিন জানান, তাঁদের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বালিনা গ্রামে। বর্তমানে শান্তিনগর চামেলিবাগের ওই বাসার চারতলায় ভাড়া থাকেন। বাবা গোলাম মোস্তফা চামেলিবাগ এলাকায় কাঁচামালের ব্যবসা করেন। 

আলআমিন বলেন, বাসার ছাদে তাঁদের কয়েকটি গাছ আছে। তাঁর মা সকালে ছাদে গিয়েছিলেন গাছে পানি দিতে। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে থানা-পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পাই চামেলিবাগের একটি বাসার ছাদ থেকে পড়ে গেছেন এক নারী। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অন্য কোনো ঘটনা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ