হোম > সারা দেশ > ঢাকা

পল্টনে বাসার ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর শান্তিনগর চামেলিবাগ এলাকায় একটি বাসার চারতলার ছাদ থেকে পড়ে মাকসুদা বেগম (৪৯) নামের এক গৃহবধূ মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। 

মুমূর্ষু অবস্থায় মাকসুদা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

মাকসুদা বেগমের ছেলে মো. আলআমিন জানান, তাঁদের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বালিনা গ্রামে। বর্তমানে শান্তিনগর চামেলিবাগের ওই বাসার চারতলায় ভাড়া থাকেন। বাবা গোলাম মোস্তফা চামেলিবাগ এলাকায় কাঁচামালের ব্যবসা করেন। 

আলআমিন বলেন, বাসার ছাদে তাঁদের কয়েকটি গাছ আছে। তাঁর মা সকালে ছাদে গিয়েছিলেন গাছে পানি দিতে। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে থানা-পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পাই চামেলিবাগের একটি বাসার ছাদ থেকে পড়ে গেছেন এক নারী। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অন্য কোনো ঘটনা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর