হোম > সারা দেশ > নরসিংদী

হত্যা মামলায় নরসিংদীতে ৫ জনের যাবজ্জীবন

নরসিংদী প্রতিনিধি

১০ বছর পর সিএনজিচালিত অটোরিকশা চালক হত্যা মামলায় নরসিংদীতে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত–১ এর বিচারক শামীমা পারভীন এই আদেশ দেন। একই সঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকার হাবিবুর রহমান হাবিব (৫০), একই এলাকার ছেলাল ওরফে সালাউদ্দিন (৪৩), রাসেল মিয়া (২২), ছেলাম মিয়া (২৩) ও নরসিংদীর রায়পুরার মাহমুদাবাদ এলাকার জুয়েল মিয়া (২০)। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ এন অলিউল্লাহ জানান, বেলাবর ভাটেরচর গ্রামের সিএনজি অটোরিকশা চালক হারুন অর রশিদ উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন স্থানে যাত্রী পরিবহন করতেন। ২০১৩ সালের ২৮ জুন রাতে পাঁচজন যাত্রীসহ অটোরিকশা নিয়ে বের হওয়ার পর রাতে বাড়ি ফেরেননি। পরদিন (২৯ জুন) সকালে বেলাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে চুনাইখালী সেতুর পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এই ঘটনায় নিহতের ছেলে আরিফুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশি তদন্তে যাত্রী সেজে চালক হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন হয়। 

মামলায় আদালতে ১৩ জনের দেওয়া সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে পাঁচজন আসামি দোষী প্রমাণিত হয়। আসামিরা চালক হারুনকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ আদালতে প্রমাণিত হয়। আদালত প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেন। 

রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিদের মধ্যে হাবিবুর রহমান হাবিব (৫০), ছেলাল ওরফে সালাউদ্দিন (৪৩) ও জুয়েল মিয়া (২০) উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি এখনো পলাতক রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু