হোম > সারা দেশ > নরসিংদী

হত্যা মামলায় নরসিংদীতে ৫ জনের যাবজ্জীবন

নরসিংদী প্রতিনিধি

১০ বছর পর সিএনজিচালিত অটোরিকশা চালক হত্যা মামলায় নরসিংদীতে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত–১ এর বিচারক শামীমা পারভীন এই আদেশ দেন। একই সঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকার হাবিবুর রহমান হাবিব (৫০), একই এলাকার ছেলাল ওরফে সালাউদ্দিন (৪৩), রাসেল মিয়া (২২), ছেলাম মিয়া (২৩) ও নরসিংদীর রায়পুরার মাহমুদাবাদ এলাকার জুয়েল মিয়া (২০)। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ এন অলিউল্লাহ জানান, বেলাবর ভাটেরচর গ্রামের সিএনজি অটোরিকশা চালক হারুন অর রশিদ উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন স্থানে যাত্রী পরিবহন করতেন। ২০১৩ সালের ২৮ জুন রাতে পাঁচজন যাত্রীসহ অটোরিকশা নিয়ে বের হওয়ার পর রাতে বাড়ি ফেরেননি। পরদিন (২৯ জুন) সকালে বেলাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে চুনাইখালী সেতুর পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এই ঘটনায় নিহতের ছেলে আরিফুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশি তদন্তে যাত্রী সেজে চালক হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন হয়। 

মামলায় আদালতে ১৩ জনের দেওয়া সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে পাঁচজন আসামি দোষী প্রমাণিত হয়। আসামিরা চালক হারুনকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ আদালতে প্রমাণিত হয়। আদালত প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেন। 

রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিদের মধ্যে হাবিবুর রহমান হাবিব (৫০), ছেলাল ওরফে সালাউদ্দিন (৪৩) ও জুয়েল মিয়া (২০) উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি এখনো পলাতক রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি