হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রান্নাঘরে জমে থাকা গ্যাসে আগুন ধরে বাক্প্রতিবন্ধী শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ হয়ে মৌ আক্তার (১১) নামে এক বাক্প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। আজ বুধবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

নিহত মৌ ফতুল্লার শিবু মার্কেট ব্যাংক মোড় এলাকার জুয়েলের বাড়ির ভাড়াটিয়া রশীদ মণ্ডলের মেয়ে। এর আগে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গ্যাসের চুলায় আগুন ধরাতে গিয়ে জমে থাকা গ্যাসে দগ্ধ হয় মৌ।

নিহতের পরিবার জানায়, সকালে বাসায় কেউ ছিল না। কোনো এক কারণবশত মৌ রান্নাঘরে ঢুকে গ্যাসের চুলা ধরাতে যায়। এ সময় দীর্ঘক্ষণ চালু থাকা গ্যাস রান্নাঘরে ছড়িয়ে পড়লে আগুন ধরাবার সঙ্গে সঙ্গেই পুরো ঘরে আগুন ধরে যায়। এতে গুরুতর আহত হয় মৌ আক্তার। পরে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। সেখানেই বুধবার ভোরে মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি আমরা। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট