হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রান্নাঘরে জমে থাকা গ্যাসে আগুন ধরে বাক্প্রতিবন্ধী শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ হয়ে মৌ আক্তার (১১) নামে এক বাক্প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। আজ বুধবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

নিহত মৌ ফতুল্লার শিবু মার্কেট ব্যাংক মোড় এলাকার জুয়েলের বাড়ির ভাড়াটিয়া রশীদ মণ্ডলের মেয়ে। এর আগে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গ্যাসের চুলায় আগুন ধরাতে গিয়ে জমে থাকা গ্যাসে দগ্ধ হয় মৌ।

নিহতের পরিবার জানায়, সকালে বাসায় কেউ ছিল না। কোনো এক কারণবশত মৌ রান্নাঘরে ঢুকে গ্যাসের চুলা ধরাতে যায়। এ সময় দীর্ঘক্ষণ চালু থাকা গ্যাস রান্নাঘরে ছড়িয়ে পড়লে আগুন ধরাবার সঙ্গে সঙ্গেই পুরো ঘরে আগুন ধরে যায়। এতে গুরুতর আহত হয় মৌ আক্তার। পরে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। সেখানেই বুধবার ভোরে মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি আমরা। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন