হোম > সারা দেশ > ঢাকা

ব্যারিস্টার আশরাফকে পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে হাইকোর্ট বিভাগের এক বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুল ইসলামকে তলব করেছেন আপিল বিভাগ। আগামী ২৯ আগস্ট তাকে হাজির হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে ব্যারিস্টার আশরাফকে ওই সময় পর্যন্ত আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ফেসবুকে থাকা তার বক্তব্য অবিলম্বে অপসারণ করতে বলা হয়েছে বিটিআরসিকে। 

সুপ্রিম কোর্টের আরেক আইনজীবীর করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। 

আইনজীবী আহসানুল করীম সাংবাদিকদের বলেন, ‘বিচার বিভাগ নিয়ে যে বক্তব্য দিয়েছে, এতে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এর আগেও এই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছিল। তখন আদালত মহানুভবতার সঙ্গে তাকে ক্ষমা করে দেন। তখন তিনি লিখিত দিলেও এখন প্রতিশ্রুতি ভেঙে আবার এ রকম করেছেন।’ 

এর আগেও বিচার বিভাগ নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে রুল জারি করা হয়েছিল এবং পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। নিঃশর্ত ক্ষমা চেয়ে তখন পার পান ব্যারিস্টার আশরাফ। ওই সময় আদালত তাকে ভবিষ্যতের জন্য সতর্কও করেন। তবে আবারও বিচার বিভাগ নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন তিনি।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু