হোম > সারা দেশ > ঢাকা

ব্যারিস্টার আশরাফকে পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে হাইকোর্ট বিভাগের এক বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুল ইসলামকে তলব করেছেন আপিল বিভাগ। আগামী ২৯ আগস্ট তাকে হাজির হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে ব্যারিস্টার আশরাফকে ওই সময় পর্যন্ত আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ফেসবুকে থাকা তার বক্তব্য অবিলম্বে অপসারণ করতে বলা হয়েছে বিটিআরসিকে। 

সুপ্রিম কোর্টের আরেক আইনজীবীর করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। 

আইনজীবী আহসানুল করীম সাংবাদিকদের বলেন, ‘বিচার বিভাগ নিয়ে যে বক্তব্য দিয়েছে, এতে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এর আগেও এই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছিল। তখন আদালত মহানুভবতার সঙ্গে তাকে ক্ষমা করে দেন। তখন তিনি লিখিত দিলেও এখন প্রতিশ্রুতি ভেঙে আবার এ রকম করেছেন।’ 

এর আগেও বিচার বিভাগ নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে রুল জারি করা হয়েছিল এবং পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। নিঃশর্ত ক্ষমা চেয়ে তখন পার পান ব্যারিস্টার আশরাফ। ওই সময় আদালত তাকে ভবিষ্যতের জন্য সতর্কও করেন। তবে আবারও বিচার বিভাগ নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন তিনি।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ