হোম > সারা দেশ > ঢাকা

ব্যারিস্টার আশরাফকে পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে হাইকোর্ট বিভাগের এক বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুল ইসলামকে তলব করেছেন আপিল বিভাগ। আগামী ২৯ আগস্ট তাকে হাজির হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে ব্যারিস্টার আশরাফকে ওই সময় পর্যন্ত আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ফেসবুকে থাকা তার বক্তব্য অবিলম্বে অপসারণ করতে বলা হয়েছে বিটিআরসিকে। 

সুপ্রিম কোর্টের আরেক আইনজীবীর করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। 

আইনজীবী আহসানুল করীম সাংবাদিকদের বলেন, ‘বিচার বিভাগ নিয়ে যে বক্তব্য দিয়েছে, এতে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এর আগেও এই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছিল। তখন আদালত মহানুভবতার সঙ্গে তাকে ক্ষমা করে দেন। তখন তিনি লিখিত দিলেও এখন প্রতিশ্রুতি ভেঙে আবার এ রকম করেছেন।’ 

এর আগেও বিচার বিভাগ নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে রুল জারি করা হয়েছিল এবং পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। নিঃশর্ত ক্ষমা চেয়ে তখন পার পান ব্যারিস্টার আশরাফ। ওই সময় আদালত তাকে ভবিষ্যতের জন্য সতর্কও করেন। তবে আবারও বিচার বিভাগ নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন তিনি।

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ