হোম > সারা দেশ > ঢাকা

শোককে শক্তিতে পরিণত করেছেন বঙ্গবন্ধু কন্যা: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, `জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে শক্তিতে পরিণত করেছেন তাঁর কন্যা শেখ হাসিনা।' আজ সোমবার সর্দার ফকিরচাঁন কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন আলো আয়োজিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

মেয়র বলেন, ত্যাগ ও অসীম সাহসিকতায় জাতির পিতা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর স্বপ্ন ছিল স্বাধীন বাংলাদেশ হবে একটি সোনার বাংলা। তিনি সেটা দেখে যেতে পারেননি। তবে তাঁকে হারানোর যে বেদনা, শোক, সেটিকে তাঁর কন্যা শেখ হাসিনা শক্তিতে পরিণত করেছেন। 

তাপস বলেন, বাংলাদেশ কোনো দুর্ভিক্ষ ও ভিখারির দেশ না। বাংলাদেশ একটি উন্নয়নশীল ও মর্যাদাবান দেশ। সারা বিশ্বের মর্যাদাবান দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। 

অনুষ্ঠানে ৬০০ দুস্থ ও অসহায় মানুষের প্রত্যেককে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাল, ২ কেজি তেল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল বিতরণ করা হয়। এর আগে মেয়র জাতীয় শোক দিবস উপলক্ষে ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত দোয়া অনুষ্ঠান ও তবারক বিতরণে অংশ নেন। 

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সূত্রাপুর থানা আওয়ামী লীগ সভাপতি মো. সহিদ, সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ, ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন, ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শামসুজ্জোহা, ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী, ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ নাসির উপস্থিত ছিলেন। 

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ