হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ওয়ারীতে উদ্ধার হওয়া নবজাতকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর ওয়ারী হেয়ার স্ট্রিট এলাকার ভবন থেকে পড়া নবজাতকটি মারা গেছে। মেয়ে নবজাতকটির বয়স হবে আনুমানিক এক দিন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেলের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। 

বাচ্চু মিয়া জানান, শুক্রবার (২৬ নভেম্বর) রাতে কয়েকজন পথচারী ওয়ারী এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পথচারীরা জানিয়েছিল, ঘটনাস্থলে একটি ১০ তলা ভবন রয়েছে। সেই ভবনের কোনো তলা থেকে নবজাতককে ফেলে দেওয়া হয়েছে।

নবজাতকটিকে উদ্ধারকারী অপূর্ব রবি দাস জানান, তাঁরা কয়েক বন্ধু হেয়ার স্ট্রিট এলাকায় বসে গল্প করছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হঠাৎ শব্দ পান তারা। এগিয়ে গিয়ে দেখতে পান মাটিতে এক নবজাতক পড়ে আছে। সেখানে একটি ১০ তলা ভবন রয়েছে। ভবনের কোনো এক তলা থেকে কেউ শিশুটিকে ভূমিষ্ঠ হওয়ার পরপরই ছুড়ে মেরেছে বলে তাঁর মনে হচ্ছে। তবে অলৌকিকভাবে বেঁচে যায় নবজাতকটি। পরে স্থানীয়দের পরামর্শে শিশুটিকে দ্রুত হাসপাতাল নেওয়া হয়।

ওয়ারী থানার ওসি কবির হোসেন জানান, রাতে নাভানা টাওয়ারের পেছন থেকে নবজাতকটিকে প্রথমে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে মারা গেছে। 

ওসি আরও বলেন, `সেখানে কোন ভবন থেকে নবজাতককে ফেলা হয়েছে তা জানা যায়নি। কোনো সিসিটিভি ফুটেজ মেলেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।' 

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন