দৌলতপুর উপজেলার চকহরিচরন গ্রামে বিদ্যুতায়িত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম মধুমালা (২৮)। তিনি ওই গ্রামের আব্দুস সালামের স্ত্রী।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ বাড়িতে মোটরের সুইচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হন তিনি। পরে আশপাশের লোকজন এসে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার স্মৃতি পাল গৃহবধূ মধুমালার মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফিক বলেন, ‘মর্মান্তিক এই ঘটনা আমার গ্রামে ঘটেছে। নিহত গৃহবধূর ছোট দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলের বয়স নয় বছর আর মেয়ের বয়স দুই বছর।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতালে নেওয়ার আগেই গৃহবধূর মৃত্যু হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’