হোম > সারা দেশ > ঢাকা

হত্যা করে মোবাইল ফোন ছিনতাই, চার মাস পর গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার দুই যুবক। ছবি: সংগৃহীত

গত বছরের ১৫ ডিসেম্বর রাজধানীর মগবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হাবিবুল্লাহ হাবিব (১৮) হত্যাকাণ্ডের চার মাস পর দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ। গতকাল সোমবার ভোরে সবুজবাগ থানার বাসাবো এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. সাব্বির হোসেন (২০) ও মো. হৃদয় খান (২২)। এছাড়া এ ঘটনায় জড়িত আরেক আসামি নাহিদুল ইসলাম অণু (২১) বর্তমানে মাদক মামলায় জেলহাজতে রয়েছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ মঙ্গলবার এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তেজগাঁও বিভাগের ডিবি সূত্রে জানা যায়, নিহত হাবিব রাজধানীর নিউ ইস্কাটন এলাকার একটি ক্যাটারিং সার্ভিসে কাজ করতেন। গত ১৫ ডিসেম্বর রাত ৩টার দিকে মগবাজারের সেলিব্রেশন কমিউনিটি সেন্টারের সামনে হাবিব রিকশায় থাকা অবস্থায় তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাঁর রিকশার গতিরোধ করে। হাবিবের মোবাইল ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা হাবিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা হাবিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন বিকেলে তাঁর মৃত্যু হয়। পরদিন নিহত হাবিবের বাবা মো. নায়েব আলী হাতিরঝিল থানায় একটি মামলা করেন।

ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন আসামিকে শনাক্ত করে এবং তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে সাব্বির ও হৃদয়কে গ্রেপ্তার করে। আদালতে হাজির করার পর তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তাররা পেশাদার ও সক্রিয় ছিনতাইকারী।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু