হোম > সারা দেশ > ঢাকা

কুকুর হত্যায় থানায় জিডি, হবে ময়নাতদন্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আফতাবনগরে একটি কুকুর হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করেছেন (জিডি) রোমানা আফরোজ নামের এক নারী। ওই নারীর দাবি, মারা যাওয়া কুকি নামের কুকুরের দেখাশোনা করতেন তিনি। এলাকার নিরাপত্তা কর্মীরা কুকুরটিকে হত্যা করেছে বলে তাঁর সন্দেহ। 

অভিযোগ নেওয়ার পর পুলিশ ময়নাতদন্তের জন্য কুকুরটির মরদেহ ফুলবাড়িয়ায় কেন্দ্রীয় পশু হাসপাতালে পাঠিয়েছেন। আজ বৃহস্পতিবার বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন গাজী জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর বাকিটা জানা যাবে। 

জিডিতে রোমানা অভিযোগ করেন, এলাকার নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাকবিতণ্ডার কয়েক ঘণ্টা পর কুকুরটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। রোমানা এলাকার ১০টি কুকুরের দেখাশোনা করেন, নিয়মিত তাঁদের চিকিৎসার ব্যবস্থা করেন ও খাওয়ান। কিন্তু এলাকার কিছু নিরাপত্তারক্ষী কোনো কারণ ছাড়া প্রায়ই কুকুরগুলোকে লাঠি দিয়ে মারেন। তিনি এর প্রতিবাদ করলে নিরাপত্তারক্ষীরা কুকুরের ক্ষতি করা হবে বলে তাঁকে হুমকি দেন। বুধবার সকাল ৭টার দিকে রোমানা কুকুরগুলোকে খাওয়াতে গেলে তাঁদের মধ্যে একটিকে খুঁজে পাননি। 

ওই নারী বলেন, ‘আমি তখন নিরাপত্তারক্ষীদের কুকুরটির বিষয়ে জিজ্ঞাসা করি। প্রথমে তাঁরা কিছু জানেনা বলে জানায়। পরে বলে কুকুরটি ট্রাকচাপায় মারা গেছে। খোঁজাখুঁজির পর আমরা এলাকার এম ব্লকের পেছনে কুকুরটির মরদেহ দেখতে পাই। কুকুরটির শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন ছিল না। গলায় বেল্টও ছিল না।’

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ