হোম > সারা দেশ > ঢাকা

ব্যবসায়ীকে হত্যায় দম্পতির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর সদরঘাটের কাপড় ব্যবসায়ী কামরুল হাসান হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক শেখ ছামিদুল আলম এই রায় দেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন রোমানা আক্তার ওরফে সুমনা ও সোহেল রানা। তাঁরা স্বামী-স্ত্রী। মামলার বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, নিহত কামরুল হাসান আসামি সুমনার পূর্বপরিচিত। সুমনার তাঁর সঙ্গে পরকীয়া ছিল। ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর সুমনা কামরুল হাসানকে তাঁর বাসায় ডেকে হত্যা করেন। পরবর্তীকালে অপর আসামি সোহেল রানা ও সুমনা মিলে তাঁর লাশ বস্তায় ভরে বিলে ফেলে দেন।

এদিকে কামরুল হাসানকে না পাওয়ায় তাঁর খালা রেহেনা পারভীন আদালতে এ মামলাটি করেন। মামলাটি পল্টন থানাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরে পিবিআই তদন্ত করে।

পিবিআই পুলিশ পরিদর্শক হারুনর রশীদ দুজনকে অভিযুক্ত করে আদালতে ২০১৭ সালের ৯ অক্টোবর চার্জশিট দাখিল করে। ২০১৮ সালের ৫ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

উল্লেখ্য, দণ্ডিত আসামিরা ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারামতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যা ও লাশ গুম করার কাহিনি বর্ণনা করেন। সোহেল রানা ২০২৩ সালের রাজধানীর উত্তরার ডাচ্‌-বাংলা ব্যাংকের বুথ থেকে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে সোয়া ১১ কোটি টাকা ডাকাতির মামলার অন্যতম আসামি।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা