হোম > সারা দেশ > ঢাকা

ব্যবসায়ীকে হত্যায় দম্পতির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর সদরঘাটের কাপড় ব্যবসায়ী কামরুল হাসান হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক শেখ ছামিদুল আলম এই রায় দেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন রোমানা আক্তার ওরফে সুমনা ও সোহেল রানা। তাঁরা স্বামী-স্ত্রী। মামলার বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, নিহত কামরুল হাসান আসামি সুমনার পূর্বপরিচিত। সুমনার তাঁর সঙ্গে পরকীয়া ছিল। ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর সুমনা কামরুল হাসানকে তাঁর বাসায় ডেকে হত্যা করেন। পরবর্তীকালে অপর আসামি সোহেল রানা ও সুমনা মিলে তাঁর লাশ বস্তায় ভরে বিলে ফেলে দেন।

এদিকে কামরুল হাসানকে না পাওয়ায় তাঁর খালা রেহেনা পারভীন আদালতে এ মামলাটি করেন। মামলাটি পল্টন থানাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরে পিবিআই তদন্ত করে।

পিবিআই পুলিশ পরিদর্শক হারুনর রশীদ দুজনকে অভিযুক্ত করে আদালতে ২০১৭ সালের ৯ অক্টোবর চার্জশিট দাখিল করে। ২০১৮ সালের ৫ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

উল্লেখ্য, দণ্ডিত আসামিরা ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারামতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যা ও লাশ গুম করার কাহিনি বর্ণনা করেন। সোহেল রানা ২০২৩ সালের রাজধানীর উত্তরার ডাচ্‌-বাংলা ব্যাংকের বুথ থেকে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে সোয়া ১১ কোটি টাকা ডাকাতির মামলার অন্যতম আসামি।

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রী

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট