হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কবরস্থান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের কুতুবপুরে কবরস্থানের গাছ থেকে হাসান আহমেদ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা কবরস্থানের কবর খননকারী কয়েক ব্যক্তি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

হাসান ফতুল্লার শাহীবাজার এলাকার বাবুল আহমেদের ছেলে।

হাসানের পরিবার জানায়, ‘দুই বছর আগে মেঘলা (২১) নামে এক নারীকে বিয়ে করেন হাসান। তবে তাদের কোনো সন্তান নেই। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ ছিল সংসারে। একপর্যায়ে মেঘলা তার বাবার বাড়ি ময়মনসিংহে চলে যায়। এরপর হাসান তাকে ফিরিয়ে আনতে বেশ কয়েকবার চেষ্টা করেও পারেনি।

ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে অভিমান কিংবা কথা-কাটাকাটির জের ধরে আত্মহত্যা করে থাকতে পারে। তবে কবরস্থানে আত্মহত্যা করার বিষয়টি নিয়ে কিছুটা রহস্য তৈরি হয়েছে।

জানতে চাইলে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ও পারিবারিক কলহের কারণসহ নানা বিষয়ে সে হতাশাগ্রস্ত ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে