হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সিঙ্গাইরে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি

মানিকগঞ্জ প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়ক, মানিকগঞ্জ-সিঙ্গাইর ও হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সিঙ্গাইর উপজেলার ধল্লা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান চেকপোস্ট এলাকা পরিদর্শনে যান। চেকপোস্ট কর্তব্যরত পুলিশ সদস্যদের কাজের ধরন সম্পর্কে নানা দিকনির্দেশনা দেন তিনি।

জানা গেছে, আজ সকাল থেকে সিঙ্গাইরের ধল্লা এলাকায় শহীদ রফিক সেতুর পশ্চিম প্রান্তে পুলিশের নিয়মিত তল্লাশি চৌকিতে হঠাৎ করে অতিরিক্ত পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। দক্ষিণ ও পশ্চিমাঞ্চল এবং মানিকগঞ্জ থেকে ঢাকাগামী ছোটবড় বিভিন্ন যানবাহন ও যাত্রীদের শরীর তল্লাশি করছে পুলিশ। এ সময় ঢাকামুখী ছোটবড় বিভিন্ন যানবাহনের যাত্রীদের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। 

এ বিষয়ে মানিকগঞ্জ থানার পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, সারা দেশে ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশের। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী জঙ্গি, সন্ত্রাসী ও চাঁদাবাজ ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে চেকপোস্ট বসানো হয়নি। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট