নিরাপদ সড়কের দাবিতে আজও মাঠে নেমেছে শিক্ষার্থীরা। আজ শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মানববন্ধন করছে। এ সময় শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান দিতে থাকে।
আজ রোববার দুপুর ১২টার দিকে রামপুরা ব্রিজের ফুটপাতের ওপর দাঁড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এই ব্যঙ্গচিত্র প্রদর্শন করে। তবে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানববন্ধন শুরু হওয়ার পরে পুলিশ এখনো কোনো ধরনের বাধা দেয়নি। ফলে আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছে।
শিক্ষার্থীদের ব্যঙ্গচিত্র প্রদর্শনীতে উঠে এসেছে প্রশাসন এবং বাস মালিক একই পক্ষ। গণপরিবহনে নারীদের হয়রানি। সড়কে অবাধে হচ্ছে শিক্ষার্থীর মৃত্যু। এ রকম নানা বিষয় ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে।