গাজীপুরের শ্রীপুর পৌরসভার আমতলী এলাকায় অফিস থেকে বাসায় ফেরার পথে অজ্ঞাত নামা সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন রিয়াজ নামে এক শ্রমিক। শনিবার রাত সাড়ে ১১টা দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ যুবক রিয়াজের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি একটি কারখানায় স্টোরকিপার পদে চাকরি করেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, যুবক রিয়াজ অফিস থেকে বাসায় ফিরছিলেন। পথে অজ্ঞাত সন্ত্রাসীদের বন্ধুকের গুলিতে আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।