ঘুষ গ্রহণের মামলায় দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন মেলেনি হাইকোর্টে। আজ বুধবার বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ তাঁর জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন।
বাছিরের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এখন অবকাশকালীন কোর্ট চলছে। হাইকোর্ট বলছেন, অবকাশের পর নিয়মিত আদালতে আবেদন করতে।
আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।
এর আগে ২৩ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ এনামুল বাছিরকে জামিন দেন। কিন্তু আপিলের নথিতে জামিন আবেদন না থাকায় পরদিন তা প্রত্যাহার করা হয়। এর আগে নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে গত ১৩ এপ্রিল বাছিরের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে ৮০ লাখ টাকা জরিমানা স্থগিত করেন হাইকোর্ট। ৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই ওই মামলা করে দুদক।
২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল খন্দকার এনামুল বাছিরকে অর্থ পাচারের অভিযোগে ৫ বছরের কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া ঘুষ লেনদেনের অভিযোগে তাঁকে ৩ বছর কারাদণ্ড দেওয়া হয়। তবে দুটি দণ্ড একসঙ্গে চলবে বলে তাঁকে পাঁচ বছর দণ্ড ভোগ করতে হবে।