হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ১০

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে মাইনুদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ হেল বাকী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটি উদ্ধার করেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ভাঙ্গামুখী সিল্কি পরিবহনের একটি বাস এক্সপ্রেসওয়ের পাঁচ্চর ব্রিজের ওপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তখন ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিবচর ফায়ার সার্ভিসের সদস্যরা। 

শিবচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা (টিম লিডার) তরুণ অর রশিদ খানের নেতৃত্বে বাসের মধ্যে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের মধ্যে বাসের দুমড়েমুচড়ে যাওয়া অংশে আটকে পড়া যাত্রীদের কৌশলে বের করে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাঁদের মধ্যে বাসের চালক মাইনুদ্দিনকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শিবচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা তরুণ অর রশিদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এ সময় আহত যাত্রীরা কেউ কেউ বাস থেকে বের হয়ে আসে। তবে বাসের সামনের দিকের ভাঙা অংশের মধ্যে পাঁচ-ছয়জন যাত্রী আটকা পড়ে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তাদের বের করে আনতে সক্ষম হই। তাদের মধ্যে বাসচালক গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট