হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বাবার বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা কিশোরী

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৪ বছর বয়সী কিশোরী তার বাবার বন্ধু মো. বিল্লাল মিয়ার (৪৫) ধর্ষণের শিকারে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার রামদী ইউনিয়নের বালুচর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিল্লাল রামদী গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। 

অন্তঃসত্ত্বা কিশোরী বলে, ‘বাবার পরিচয়ে বিল্লাল মিয়া প্রায়ই আমাদের বাড়িতে আসত। একদিন আমার জ্বর থাকায় ঘরে ঘুমিয়ে ছিলাম। আমার সৎমা ছোট বোনকে আনতে পাশের গ্রামে খালার বাড়ি গিয়েছিল। আর বাবা তখন ঢাকায় ছিলেন। এই সুযোগে বিল্লাল মিয়া ঘরে ঢুকে আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার চার-পাঁচ মাস পর আমার শারীরিক সমস্যার জন্য মেডিকেল টেস্ট করালে জানতে পারি আমি অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানি হলে আমাকে মেরে ফেলবে বলে এত দিন কাউকে কিছু জানাইনি।’ 

কিশোরীর বাবা বলেন, ‘আমি গরিব মানুষ। ঘটনা জানার পর স্থানীয় মেম্বার, চেয়ারম্যানকে জানিয়েছি। কিন্তু এ মেয়েকে নিয়ে এখন কার কাছে যাব, কী করব?’ 

স্থানীয় চেয়ারম্যান আলাল উদ্দিন বলেন, ‘ঘটনা শুনে কিশোরীর বাবাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি। 

অভিযুক্ত বিল্লাল মিয়া বাড়িতে না থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।’ 

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’ 

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান