চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ও বিশিষ্ট ব্যবসায়ী আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর বিরুদ্ধে মাদক আইনে করা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দেওয়া হয়।
এই মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক শামীম হোসেন অভিযোগপত্রে উল্লেখ করেছেন, আশিষ রায়ের বিরুদ্ধে অবৈধ বিদেশি মদ রাখার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তাঁকে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা আদালতে পাঠানো হবে।
২৪ বছর আগে গুলশানে খুন হন জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী। সম্প্রতি ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে র্যাব গুলশানের একটি বাসায় গত ৫ এপ্রিল রাতে অভিযান চালায়। ওই সময় তাঁর বাসা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এই ঘটনায় পর দিন র্যাব-১০ এর ডিএডি জাহাঙ্গীর আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশিষ রায় চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন।