হোম > সারা দেশ > ঢাকা

জিএম কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে গাফিলতি হলে ব্যবস্থা: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মহিলা এমপি পদে মনোনয়ন বাণিজ্যের অভিযোগের আবেদন নিয়ে যথাযথ আদালতে যাওয়ার নির্দেশ দিয়ে হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশিত হয়েছে। তাতে তদন্তে গাফিলতি হলে দুদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে আদেশে। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী মোহাম্মাদ হেলাল উদ্দিন। 

মোহাম্মাদ হেলাল উদ্দিন বলেন, ‘আদালত বলেছেন—বিষয়টি দুদক তদন্ত করবে। সঠিকভাবে তদন্ত না হলে দুদকের বিরুদ্ধে বিশেষ আদালতে মামলা করা যাবে। আর শুনানির সময়ই দুদকের আইনজীবী বলেছিলেন তারা বিষয়টি তদন্ত করবেন। কিন্তু সময় বেঁধে দিলে সে অনুযায়ী না হলে আবেদনকারীরা এসে দুদকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করবে। পরে আদালত পর্যবেক্ষণ দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে দেন।’ 

হেলাল উদ্দিন আরও বলেন, ‘সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সাক্ষরের পর এটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, আদালত রুল জারির প্রয়োজনীয়তা দেখছেন না। বিবাদীদের বিরুদ্ধে যথাযথ আদালতে যাওয়ার নির্দেশনা দিয়ে আবেদনটি নিষ্পত্তি করা হলো।’ 

এর আগে, গত ১৮ অক্টোবর রিটটি নিষ্পত্তি করে দেন হাইকোর্ট। ওই দিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার দপ্তর সম্পাদক ইদ্রিস আলী গত মাসে দুর্নীতি দমন কমিশনে একটি আবেদন করেন। আবেদনটি দুদক নিষ্পত্তি না করায় হাইকোর্টে রিট করেন ইদ্রীস। 

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু