হোম > সারা দেশ > ঢাকা

জিএম কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে গাফিলতি হলে ব্যবস্থা: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মহিলা এমপি পদে মনোনয়ন বাণিজ্যের অভিযোগের আবেদন নিয়ে যথাযথ আদালতে যাওয়ার নির্দেশ দিয়ে হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশিত হয়েছে। তাতে তদন্তে গাফিলতি হলে দুদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে আদেশে। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী মোহাম্মাদ হেলাল উদ্দিন। 

মোহাম্মাদ হেলাল উদ্দিন বলেন, ‘আদালত বলেছেন—বিষয়টি দুদক তদন্ত করবে। সঠিকভাবে তদন্ত না হলে দুদকের বিরুদ্ধে বিশেষ আদালতে মামলা করা যাবে। আর শুনানির সময়ই দুদকের আইনজীবী বলেছিলেন তারা বিষয়টি তদন্ত করবেন। কিন্তু সময় বেঁধে দিলে সে অনুযায়ী না হলে আবেদনকারীরা এসে দুদকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করবে। পরে আদালত পর্যবেক্ষণ দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে দেন।’ 

হেলাল উদ্দিন আরও বলেন, ‘সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সাক্ষরের পর এটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, আদালত রুল জারির প্রয়োজনীয়তা দেখছেন না। বিবাদীদের বিরুদ্ধে যথাযথ আদালতে যাওয়ার নির্দেশনা দিয়ে আবেদনটি নিষ্পত্তি করা হলো।’ 

এর আগে, গত ১৮ অক্টোবর রিটটি নিষ্পত্তি করে দেন হাইকোর্ট। ওই দিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার দপ্তর সম্পাদক ইদ্রিস আলী গত মাসে দুর্নীতি দমন কমিশনে একটি আবেদন করেন। আবেদনটি দুদক নিষ্পত্তি না করায় হাইকোর্টে রিট করেন ইদ্রীস। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু