হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর জুরাইনে বাসে আগুন 

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা আজকের অবরোধের দিনে রাজধানীর শ্যামপুর থানার জুরাইন খন্দকার রোডের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। রাইদা পরিবহনের এই বাস দাঁড়িয়ে ছিল। পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি পার্কিং অবস্থায় ছিল। হঠাৎ করে বেলা আড়াইটার দিকে কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। গাড়ির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। তখন জনগণ এসে গাড়ির আগুন নেভাতে চেষ্টা করে। এবং কিছুটা নিয়ন্ত্রণে আনে। গাড়ির ভেতরের অংশ পুড়ে গেছে। পরে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে বাসটির আগুন নিয়ন্ত্রণ করে। 

এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লীমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা প্রায় আড়াইটার দিকে আমরা আগুন লাগার খবর পাই। তখন আমরা পোস্তগোলা ফায়ার সার্ভিসকে অবগত করি। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। যেহেতু বাসটি পার্কিং অবস্থায় ছিল, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন