বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা আজকের অবরোধের দিনে রাজধানীর শ্যামপুর থানার জুরাইন খন্দকার রোডের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। রাইদা পরিবহনের এই বাস দাঁড়িয়ে ছিল। পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি পার্কিং অবস্থায় ছিল। হঠাৎ করে বেলা আড়াইটার দিকে কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। গাড়ির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। তখন জনগণ এসে গাড়ির আগুন নেভাতে চেষ্টা করে। এবং কিছুটা নিয়ন্ত্রণে আনে। গাড়ির ভেতরের অংশ পুড়ে গেছে। পরে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে বাসটির আগুন নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লীমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা প্রায় আড়াইটার দিকে আমরা আগুন লাগার খবর পাই। তখন আমরা পোস্তগোলা ফায়ার সার্ভিসকে অবগত করি। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। যেহেতু বাসটি পার্কিং অবস্থায় ছিল, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।