হোম > সারা দেশ > ঢাকা

১৬ মরদেহ হস্তান্তর, নিখোঁজ ৩ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের দুটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ১৮ জন নিহত হয়েছে ৷ তাদের মধ্যে ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। নিখোঁজ রয়েছেন তিনজন। নিখোঁজদের সন্ধানে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে যোগাযোগ করেছে তাঁদের পরিবার।

নিখোঁজ ব্যক্তিরা হলেন মো. মেহেদি হাসান স্বপন, ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া (সেলিম) ও মো. রবিন হোসেন। এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহমান।

আব্দুর রহমান বলেন, ‘রাতে পাঁচজনের পরিবার ঢাকা মেডিকেলে তাদের স্বজনদের খুঁজতে এসেছিল। পরে দুজনের খোঁজ পাওয়া যায়। বাকি তিনজনের এখনো খোঁজ পাওয়া যায়নি।

বিস্ফোরণ হওয়া ভবনের আন্ডার গ্রাউন্ডে বাংলাদেশ স্যানিটারি নামে একটি দোকানে কাজ করতেন মো. মেহেদি হাসান। ঘটনার পর থেকেই তাঁকে খুঁজে পাচ্ছে না পরিবার। তাঁরবোন জামাই আবু তাহের বলেন, ‘আমার শ্যালককে খুঁজে পাচ্ছি না৷ ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে খুঁজেছি।

বাকি দুজনের মধ্যে ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া পথচারী ও রবিন হোসেন ওই ভবনের একটি দোকানে কাজ করত বলে জানা গেছে ঢাকে মেডিকেলে জেলা প্রশাসনের সহায়তা কেন্দ্র থেকে।

গতকাল রাত ২টার সময় নিহতদের মধ্যে ষোলোটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ ও ঢাকা জেলা প্রশাসন। ময়নাতদন্ত ছাড়াই এসব মরদেহ হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহমান।

আব্দুর রহমান বলেন, গতকাল মধ্যরাতেই স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক মো. মুমিনুর রহমানের উপস্থিতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতদের ৫০ হাজার ও আহতদের ২৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি