হোম > সারা দেশ > ঢাকা

গরমে ও দামে আরাম দিচ্ছে তরমুজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অসহনীয় গরমে অস্বস্তিতে নাগরিক জীবন। একটু পরপরই গলা শুকিয়ে যাচ্ছে। সামনে তরল ও রসযুক্ত যা পাচ্ছে তা-ই খেয়ে নিচ্ছে পথচারীরা। সেটা যদি হয় তরমুজ, তাহলে তো কথাই নেই। কদিন আগেও তরমুজের দাম নিয়ে লঙ্কাকাণ্ড ঘটে যায় এই শহরে। শুধু শহর নয়, সারা দেশেই ফলটি কিনতে গিয়ে বাগ্‌বিতণ্ডা, হাতাহাতি ও মারামারি হয়েছে। তবে ঈদের পর থেকেই দাম কমেছে তরমুজের। 

গরমের এই তীব্রতায় চাহিদার শীর্ষে থাকলেও কিনে আরাম পাচ্ছেন ক্রেতারা। আজ রোববার ও গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজার ও গুলিস্তান এলাকা ঘুরে দেখা যায় ছোট, মাঝারি বড় সব তরমুজের দামই তুলনামূলক কম। ক্রেতা-বিক্রেতা সবাই স্বস্তিতে। 

শনিবার সন্ধ্যায় কারওয়ান বাজারের ফলের দোকানগুলোয় দেখা যায়, তরমুজের দাম কম হওয়ায় হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। বিশেষ করে ছোট তরমুজ প্রতিটি ৯০ টাকা এবং এক জোড়া ১৬০ টাকায় বিক্রির দোকানগুলো দৃষ্টি কাড়ে ক্রেতাদের। আবার মাঝারি আকৃতির তরমুজও কিনতে পারছেন ১৬০ থেকে ২০০ টাকার মধ্যে। অন্যদিকে ৩০০ থেকে ৩৫০ টাকায় মিলছে কিছুটা বড় তরমুজ। 

কারওয়ান বাজারে আসা হানিফ বলেন, তরমুজটা এই গরমে খুব উপকারী। কদিন আগে ছোট তরমুজও কিনতে হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকায়। এখন কমে যাওয়ায় ভালো হয়েছে। 

আরেক ক্রেতা জসিম উদ্দিন বলেন, এই দামে তরমুজ পাওয়ায় আমি খুব খুশি। বাসায় বাচ্চারা তরমুজ পছন্দ করে। আর গরমেও দরকারি একটি ফল। 

তরমুজ বিক্রির আরেক চিত্র দেখা যায় গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের সামনে। এখানে একটি তরমুজ কেটে ৮ কিংবা ১০ টুকরো করে বিক্রি করছেন হাবিব মিয়া। একেক টুকরো ২০ টাকা। গরমে অস্থিরতায় ভোগা সাধারণ পথচারীরাদেরও ভিড় করতে দেখা গেছে হাবিব মিয়ার দোকানে। 

হাবিব মিয়া বলেন, ‘কম দামে আনতে পারি। তাই এক পিস বেইচা লাভ পাই। কাস্টমারও আছে। সকাল থেইক্কা ৩০টার মতো কাইটা বিক্রি করেছি। কাস্টমার খুশি হলে আমিও খুশি।’

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা