হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর সিটি নির্বাচন: পারিবারিক ‘ঐতিহ্য-অভিজ্ঞতা’ কাজে লাগাতে চান হাসান সরকারের ভাতিজা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হলে পারিবারিক ঐতিহ্য ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন করতে চান বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী শাহনূর ইসলাম রনি। পরিচ্ছন্ন-সবুজ, সেবা সহজ, জনবান্ধব, শিল্পবান্ধব, বিকল্প রাস্তা সম্প্রসারণ ও যানজটমুক্ত আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত গাজীপুর শহর গড়ার অঙ্গীকার করেছেন তিনি। 

প্রচারণার শেষ দিনে আজ মঙ্গলবার টঙ্গী স্টেশন রোডের বাড়িতে তিনি নিজের নির্বাচনী ইশতেহারে এসব তথ্য তুলে ধরেন। এতে হিংসা, বিদ্বেষমুক্ত একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম উপহার দেওয়ার লক্ষ্যে ১৮ দফা ঘোষণা করেন তিনি। 

ইশতেহারে তিনি বলেন, গাজীপুরের উন্নয়নের গোড়াপত্তন করেন টঙ্গীর সরকার পরিবার। বর্তমানে দেশের প্রায় সব জেলার লোকই গাজীপুর সিটিতে বসবাস করেন। এই সিটিতে জনসংখ্যা বাড়লেও নাগরিক সুবিধা বাড়েনি। অপরিকল্পিত নগরায়ণে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে এই নগরী। তিনি নির্বাচিত হলে গাজীপুর সিটিকে একটি পরিচ্ছন্ন সবুজ নগরী হিসেবে গড়ে তোলা, নাগরিক সেবা সহজ ও জনবান্ধব করার ব্যবস্থা করবেন। 

স্বতন্ত্র প্রার্থী রনি বলেন, অতিরিক্ত কর আরোপের ফলে অনেক শিল্পপ্রতিষ্ঠান সিটির বাইরে চলে যাচ্ছে। মাত্রাতিরিক্ত ট্যাক্সসহ নানাবিধ বিড়ম্বনার কারণে শিল্পোদ্যোক্তারা ব্যবসা বন্ধ করে অন্যত্র চলে যাচ্ছেন। আমি নির্বাচিত হলে শিল্প ট্যাক্স সহনীয় মাত্রায় নির্ধারণ করব এবং শিল্পের সব সমস্যা চিহ্নিত করে একটি শিল্প ও শ্রমিকবান্ধব পরিবেশ গড়ে তুলব। 

রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ করতে বিকল্প রাস্তা সম্প্রসারণ-উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করা হবে জানিয়ে ইশতেহারে তিনি আরও বলেন, গাজীপুরের সঙ্গে ঢাকার সহজ যোগাযোগের জন্য বনমালা রোড থেকে রেললাইনের পূর্বপাশ দিয়ে তুরাগ নদ পর্যন্ত রাস্তাটি সম্প্রসারণ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মহোদয়ের সঙ্গে যোগাযোগ করে তা কুড়িল বিশ্বরোড পর্যন্ত সম্প্রসারণ করব। 

জয়দেবপুর জংশনের দক্ষিণপাশ এবং উত্তরপাশ দিয়ে আরও দুটি রাস্তা পূর্ব-পশ্চিমমুখী করে নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে। রাস্তা নির্মাণ/প্রশস্তকরণে ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হবে। নাওজোর-কাশিমপুর-জিরানী ও গাজীপুর-পুবাইল সড়কের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে। এ ছাড়া মহানগরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর রেলক্রসিংয়ের ওপর প্রয়োজন অনুসারে ওভারপাস নির্মাণ করা হবে। 

মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত না হলে জাতি পিছিয়ে যাবে, তাই ৫৭টি ওয়ার্ডে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত ৫৭টি স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করা হবে। সুস্থ বিনোদন ও খেলাধুলার জন্য ৫৭টি সুপরিসর খেলার মাঠ নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে। প্রতি ওয়ার্ডে দুই-তিন বিঘা জমির সমন্বয়ে গড়ে তোলা হবে পাখির অভয়ারণ্য। 

টঙ্গী শিল্প এলাকার সুপ্রশস্ত রাস্তাগুলো দখলমুক্ত করে দুপাশে সবুজের সমারোহ ঘটানো হবে, নগরের ভেতর দিয়ে বয়ে যাওয়ার খালগুলোকে পরিকল্পিতভাবে খনন ও দখলমুক্ত করে স্বচ্ছ জলের আধার তৈরি করা হবে। নগরবাসীর জীবনযাত্রার মানের সঙ্গে সংগতি রেখে সহনশীল মাত্রায় সুষম ট্যাক্স নির্ধারণ করা হবে। 

অগ্রাধিকার ভিত্তিতে জলাবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা, সুপরিকল্পিত আবাসন প্রকল্প গ্রহণ, সন্ত্রাস ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। এ ছাড়া সমাজের নতুন সমস্যা কিশোর গ্যাং দমন ও বিপথগামী কিশোরদের সংশোধনের আওতায় আনার চেষ্টা করা হবে বলে ইশতেহারে উল্লেখ করা হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন