হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে অবস্থান কর্মসূচির আগের রাতে বিএনপি নেতাদের বাড়িতে ডিবি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জে জেলা বিএনপির অবস্থান কর্মসূচির আগের রাতে বিএনপি নেতাদের বাড়িতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

জানা গেছে, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্যসচিব ও নাসিক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের বাড়িতে গিয়েছিল ডিবি পুলিশ।

বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, মূলত আজ শনিবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযান চালাচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয়, সে জন্য ডিবি পুলিশ অভিযানে গিয়েছে। কাউকে হয়রানি করার জন্য নয়।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ বলছে, বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে অভিযানের বিষয় কিছু জানে না তারা। থানা-পুলিশের সদস্যদের মধ্যে কেউ সেখানে উপস্থিত ছিলেন না। ডিবি পুলিশ অভিযান করতে পারে।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্যসচিব ও নাসিক ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, ‘গতকাল রাত ১টার দিকে কয়েক গাড়ি ডিবি পুলিশ আমার বাড়ির সামনে অবস্থান নেয়। সেখানে তারা আমার বাড়ির গেটে কয়েকবার ধাক্কা দিয়ে চলে যায়। আজ সকালে আমাদের অবস্থান কর্মসূচিস্থলের স্টেজ ভেঙে দিয়েছে পুলিশ।’

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, গতকাল রাত ১২টায় চারটি মাইক্রোবাসে করে ডিবি পুলিশ তাঁর সিদ্ধিরগঞ্জের বাড়িতে আসে। শুরুতেই তারা কয়েকটি সিসি ক্যামেরা ভাঙচুর করে। এরপর তারা বাড়ির ফটকে একের পর এক ধাক্কা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। 

গিয়াসউদ্দিন বলেন, তাঁর বিরুদ্ধে থানায় বর্তমানে কোনো ওয়ারেন্ট বা মামলা নেই। মূলত আজ জেলা বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করার জন্য ডিবি পুলিশ এই অভিযান পরিচালনা করেছে। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘গিয়াসউদ্দিনের বাড়িতে অভিযানের বিষয়ে আমার কিছু জানা নেই। হয়তো ডিবি পুলিশ অভিযান করেছে। তবে অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের কেউ ছিলেন না।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির