হোম > সারা দেশ > ঢাকা

সংবাদ সম্মেলনে অভিযোগ: চাচার মামলার ভয়ে বনজঙ্গলে থাকছেন দুই ভাই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন আবুল হোসেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলার ভয়ে বনজঙ্গল ও মানুষের বাড়িতে আত্মগোপনে থেকে মানবেতর জীবন যাপন করছেন দুই ভাই। তাঁদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করছেন আপন চাচা। আজ বুধবার বিকেলে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী দুই ভাইয়ের বাবা আবুল হোসেন।

দুই ভাই হলেন আবুল হোসেনের ছেলে ওমর ফারুক ও দেলোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে আবুল হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ছোট ভাই রাসেল আহমেদ পৈতৃক সূত্রে পাওয়া সব জমি মাপজোখ করে বহু বছর আগে বুঝে নিয়েছে। এখন আমার জমি হাতিয়ে নেওয়ার জন্য আমার দুই ছেলের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এক বছরে বেশ কয়েকটি মামলা করেছে। চাঁদাবাজির মামলা করে আমার ছেলেদের ঘরছাড়া করে রাখছে। বহুদিন ধরে আমার সন্তানেরা বসতবাড়িতে ঘুমাতে পারে না। ওরা বনজঙ্গলে রাত যাপন করে পুলিশের ভয়ে। আমি এমন অত্যাচার থেকে মুক্তি চাই।’

আবুল হোসেন বলেন, ‘আমি সহজ-সরল মানুষ। তেমন কিছু বুঝি না। ছেলেরা জমির কাগজপত্র বোঝে। এ কারণে তাদের নামে মামলা দিয়ে আমার অংশের জমি জবরদখলে নিতে চায়।’

অভিযোগের ব্যাপারে রাসেল আহমেদের বক্তব্য নিতে তাঁর ব্যক্তিগত ফোনে কয়েকবার কল দিলেও তিনি ধরেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘একজন বাদী যখন মামলা দায়ের করেন, তখন তাঁর ইচ্ছেমতো আসামি করেন। আমরা তদন্ত করে নির্দোষ ব্যক্তিদের হয়রানি করি না। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু