হোম > সারা দেশ > ঢাকা

সংবাদ সম্মেলনে অভিযোগ: চাচার মামলার ভয়ে বনজঙ্গলে থাকছেন দুই ভাই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন আবুল হোসেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলার ভয়ে বনজঙ্গল ও মানুষের বাড়িতে আত্মগোপনে থেকে মানবেতর জীবন যাপন করছেন দুই ভাই। তাঁদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করছেন আপন চাচা। আজ বুধবার বিকেলে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী দুই ভাইয়ের বাবা আবুল হোসেন।

দুই ভাই হলেন আবুল হোসেনের ছেলে ওমর ফারুক ও দেলোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে আবুল হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ছোট ভাই রাসেল আহমেদ পৈতৃক সূত্রে পাওয়া সব জমি মাপজোখ করে বহু বছর আগে বুঝে নিয়েছে। এখন আমার জমি হাতিয়ে নেওয়ার জন্য আমার দুই ছেলের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এক বছরে বেশ কয়েকটি মামলা করেছে। চাঁদাবাজির মামলা করে আমার ছেলেদের ঘরছাড়া করে রাখছে। বহুদিন ধরে আমার সন্তানেরা বসতবাড়িতে ঘুমাতে পারে না। ওরা বনজঙ্গলে রাত যাপন করে পুলিশের ভয়ে। আমি এমন অত্যাচার থেকে মুক্তি চাই।’

আবুল হোসেন বলেন, ‘আমি সহজ-সরল মানুষ। তেমন কিছু বুঝি না। ছেলেরা জমির কাগজপত্র বোঝে। এ কারণে তাদের নামে মামলা দিয়ে আমার অংশের জমি জবরদখলে নিতে চায়।’

অভিযোগের ব্যাপারে রাসেল আহমেদের বক্তব্য নিতে তাঁর ব্যক্তিগত ফোনে কয়েকবার কল দিলেও তিনি ধরেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘একজন বাদী যখন মামলা দায়ের করেন, তখন তাঁর ইচ্ছেমতো আসামি করেন। আমরা তদন্ত করে নির্দোষ ব্যক্তিদের হয়রানি করি না। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব