গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলার ভয়ে বনজঙ্গল ও মানুষের বাড়িতে আত্মগোপনে থেকে মানবেতর জীবন যাপন করছেন দুই ভাই। তাঁদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করছেন আপন চাচা। আজ বুধবার বিকেলে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী দুই ভাইয়ের বাবা আবুল হোসেন।
দুই ভাই হলেন আবুল হোসেনের ছেলে ওমর ফারুক ও দেলোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে আবুল হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ছোট ভাই রাসেল আহমেদ পৈতৃক সূত্রে পাওয়া সব জমি মাপজোখ করে বহু বছর আগে বুঝে নিয়েছে। এখন আমার জমি হাতিয়ে নেওয়ার জন্য আমার দুই ছেলের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এক বছরে বেশ কয়েকটি মামলা করেছে। চাঁদাবাজির মামলা করে আমার ছেলেদের ঘরছাড়া করে রাখছে। বহুদিন ধরে আমার সন্তানেরা বসতবাড়িতে ঘুমাতে পারে না। ওরা বনজঙ্গলে রাত যাপন করে পুলিশের ভয়ে। আমি এমন অত্যাচার থেকে মুক্তি চাই।’
আবুল হোসেন বলেন, ‘আমি সহজ-সরল মানুষ। তেমন কিছু বুঝি না। ছেলেরা জমির কাগজপত্র বোঝে। এ কারণে তাদের নামে মামলা দিয়ে আমার অংশের জমি জবরদখলে নিতে চায়।’
অভিযোগের ব্যাপারে রাসেল আহমেদের বক্তব্য নিতে তাঁর ব্যক্তিগত ফোনে কয়েকবার কল দিলেও তিনি ধরেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘একজন বাদী যখন মামলা দায়ের করেন, তখন তাঁর ইচ্ছেমতো আসামি করেন। আমরা তদন্ত করে নির্দোষ ব্যক্তিদের হয়রানি করি না। বিষয়টি খতিয়ে দেখা হবে।’