হোম > সারা দেশ > ঢাকা

পান্না কায়সার স্মরণে শোকসভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক নতুন প্রজন্ম গড়ে তুলতে বিশেষ অবদানের জন্য অমর হয়ে থাকবেন অধ্যাপক পান্না কায়সার। অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধের সমাজ গঠনে তাঁর অবদান অনস্বীকার্য। জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘরের আয়োজনে শোকসভায় বিশিষ্টজনেরা এসব কথা বলেন। 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমি মিলনায়তনে খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদ্যপ্রয়াত চেয়ারম্যান পান্না কায়সার স্মরণে এ শোকসভা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ডা. মাখদুমা নার্গিস রত্না। 

সভায় বক্তারা বলেন, পান্না কায়সারের চলে যাওয়া দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আজকের শিশুদের একটি অংশ নানা কারণে অন্ধকারের পথে পা বাড়িয়েছে। বৈরী পরিস্থিতিতে তিনি আলোকিত সমাজ বিনির্মাণে শিশুদের নিয়ে সারা দেশে কাজ করেছেন। তিনি ছিলেন চেতনার বাতিঘর। 

তাঁরা আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনার এই মানুষটির নাম বাঁচিয়ে রাখতে হলে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তেলার পাশাপাশি খেলাঘর আন্দোলনকে আরও বেগবান করতে হবে। 

শোকসভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নূরুল হুদা, রাজনীতিক মুজাহিদুল ইসলাম সেলিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সেলিম, ম. হামিদ, অমিত রঞ্জন দে, ড. শাহাদত হোসেন নিপু, ভারতের সব পেয়েছি আসরের সাধারণ সম্পাদক অপরেশ মজুমদার, তরুণ চক্রবর্তী, কামাল চৌধুরী, খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, পান্না কায়সারের ছেলে অমিতাভ কায়সার, কন্যা শমী কায়সার, আব্দুল মতিন ভূঁইয়া, শফিকুর রহমান শহীদ প্রমুখ। 

লেখক, গবেষক, শিশু সংগঠক, সাবেক সংসদ সদস্য পান্না কায়সার মারা যান গত ৪ আগস্ট।

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত