হোম > সারা দেশ > ঢাকা

পান্না কায়সার স্মরণে শোকসভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক নতুন প্রজন্ম গড়ে তুলতে বিশেষ অবদানের জন্য অমর হয়ে থাকবেন অধ্যাপক পান্না কায়সার। অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধের সমাজ গঠনে তাঁর অবদান অনস্বীকার্য। জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘরের আয়োজনে শোকসভায় বিশিষ্টজনেরা এসব কথা বলেন। 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমি মিলনায়তনে খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদ্যপ্রয়াত চেয়ারম্যান পান্না কায়সার স্মরণে এ শোকসভা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ডা. মাখদুমা নার্গিস রত্না। 

সভায় বক্তারা বলেন, পান্না কায়সারের চলে যাওয়া দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আজকের শিশুদের একটি অংশ নানা কারণে অন্ধকারের পথে পা বাড়িয়েছে। বৈরী পরিস্থিতিতে তিনি আলোকিত সমাজ বিনির্মাণে শিশুদের নিয়ে সারা দেশে কাজ করেছেন। তিনি ছিলেন চেতনার বাতিঘর। 

তাঁরা আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনার এই মানুষটির নাম বাঁচিয়ে রাখতে হলে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তেলার পাশাপাশি খেলাঘর আন্দোলনকে আরও বেগবান করতে হবে। 

শোকসভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নূরুল হুদা, রাজনীতিক মুজাহিদুল ইসলাম সেলিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সেলিম, ম. হামিদ, অমিত রঞ্জন দে, ড. শাহাদত হোসেন নিপু, ভারতের সব পেয়েছি আসরের সাধারণ সম্পাদক অপরেশ মজুমদার, তরুণ চক্রবর্তী, কামাল চৌধুরী, খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, পান্না কায়সারের ছেলে অমিতাভ কায়সার, কন্যা শমী কায়সার, আব্দুল মতিন ভূঁইয়া, শফিকুর রহমান শহীদ প্রমুখ। 

লেখক, গবেষক, শিশু সংগঠক, সাবেক সংসদ সদস্য পান্না কায়সার মারা যান গত ৪ আগস্ট।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির