হোম > সারা দেশ > ঢাকা

দেশ সাংবিধানিকভাবে চলবে, সরকার গঠন হবে—সেটিই প্রত্যাশিত: ঢাবি ভিসি 

ঢাবি প্রতিনিধি

দেশ সাংবিধানিকভাবে চলবে, সাংবিধানিকভাবে সরকার গঠন হবে—সেটিই প্রত্যাশিত বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাবি শিক্ষক সমিতির আয়োজনে ‘দেশব্যাপী সংঘটিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতামূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে মানববন্ধনে এ মন্তব্য করেন উপাচার্য। 

আখতারুজ্জামান বলেন, ‘যে সহিংসতার রাজনীতি হচ্ছে আজকে বাংলাদেশে, সেই সহিংসতার বিরুদ্ধে দাঁড়িয়েছি। বাংলাদেশে এই মুহূর্তে আমাদের স্মরণ করিয়ে দেয় ২০১৩ ও ১৪ সালের কথা, যখন দেশব্যাপী আগুন-সন্ত্রাস চলছিল। দেশ সাংবিধানিকভাবে চলবে, সাংবিধানিকভাবে সরকার গঠিত হবে দেশে—সেটিই প্রত্যাশিত। বাংলাদেশ একটি উন্নয়নের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে, সেটি আরও আগেই সংগঠিত হতো যদি দেশে এই ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য পরিহার করা হতো। নৈরাজ্য ও সন্ত্রাস শুধু নৈরাজ্য ও সন্ত্রাসের জন্ম দেয়, কোনো ধরনের মুক্তি বয়ে আনে না।’ 

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ, ঢাবি নীল দলের আহ্বায়ক অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস ছামাদ, স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া প্রমুখ। 

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে। নির্বাচন ব্যতীত সরকার পরিবর্তনের কোনো প্রক্রিয়া নেই। তাদের (বিএনপি) মূল লক্ষ্য হলো নির্বাচনকে ব্যাহত করা। নির্বাচনকে ব্যাহত করা গেলে অসাংবিধানিক সরকার ক্ষমতায় আসবে। আর সেই অসাংবিধানিক সরকার ক্ষমতায় আসার মধ্য দিয়ে হয়তো বা বিএনপি-জামায়াত লাভবান হতে পারে। এটি হলো তাদের ধারণা। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় যারা গণতন্ত্রের আদর্শের চর্চা করে তারা ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায়। ইতিহাস সাক্ষী দেয় অতীতে যারা জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় এসেছে, তখনই রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার জন্য মেগা প্রকল্পগুলো নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন আন্তর্জাতিক শক্তিগুলো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান