হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

টেলিকমের দোকান দিয়ে করতেন চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন: র‍্যাব

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে বিশেষ সফটওয়্যার দিয়ে চোরাই ও ছিনতাই করা মোবাইল ফোনের আইএমআইএ নম্বর পরিবর্তন করে পুনরায় বিক্রির অভিযোগে সারোয়ার মিয়াকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার (২৯ মার্চ) সকালে ভৈরব পৌর শহরের কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড সিদ্দিরচর রোডের ‘মা-বাবার দোয়া টেলিকমে’ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় ওই দোকান থেকে ৭৪টি অবৈধ মোবাইল ফোন, আইএমইআই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি কম্পিউটার, ১টি হার্ড ডিস্ক ড্রাইভ, ১টি ডিভিডি রাউটারসহ নগদ ৪৮ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। যার সর্বমোট আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা। 

আজ শনিবার (৩০ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট মো. ফাহিম ফয়সাল। 

মো. ফাহিম ফয়সাল জানান, জিজ্ঞাসাবাদে সারোয়ার মিয়া অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সারোয়ার মিয়া (১৯) ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ঝগরারচর এলাকার মো. কালাম মিয়ার ছেলে। সে আইএমইআই নম্বর পরিবর্তন করা এসব মোবাইল অপরাধি চক্রের হাতে তুলে দিত। তাঁর বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ৪১৩ ধারা ও সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২২ ধারায় ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট