হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে দগ্ধ তিনজনের অবস্থা গুরুতর, চিকিৎসা চলছে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে

ঢামেক প্রতিবেদক

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ওষুধ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের পর কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে দগ্ধ চারজনকে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

আজ শনিবার রাত ৯টার দিকে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- ম্যাকানিক স্বাধীন (১৯) আব্দুল্লাহ (২০) আরমান (১৮) ও হৃদয় (২১)।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রাতে গাজীপুর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এরমধ্যে হৃদয়ের ৪৫ শতাংশ, আরমানের ১৭ শতাংশ, আব্দুল্লাহর ৩০ শতাংশ ও স্বাধীনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। স্বাধীনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য তিনজনকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

এর আগে বিকেলে কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার বৈদ্যুতিক সুইচ থেকে আগুনে কেমিক্যাল ড্রামে বিস্ফোরণ হয়। এ সময় ওই চারজন নামাজের জন্য অজু করতে গিয়ে দগ্ধ হয়। পরে কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন