হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে জালে ধরা পড়ল ৭ কেজির চিতল

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

পদ্মায় জালে ধরা পড়া চিতল মাছ। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের চিতল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর থেকে হরিনা ঘাটের মাঝামাঝি এলাকায় মাছটি ধরা পড়ে। মাছটির ওজন প্রায় সাত কেজি।

জেলে মহেশ রাজবংশী বলেন, গতকাল বুধবার রাতে ৯ জন মিলে বেড়জাল দিয়ে পদ্মায় মাছ ধরতে যাই। রাত ৩টার দিকে জালে বড় কিছু আটকে থাকার আভাস পাই। পরে জাল তুললে দেখি একটি বড় আকারের চিতল মাছ।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে মাছটি বিক্রির জন্য আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে যাই। সুরেশ রাজবংশীর খোলায় মাছটি ৬ হাজার ৩০০ টাকায় বিক্রি করি। পরে ওজন করে দেখা যায়, মাছটির ওজন প্রায় সাত কেজি।

আড়তদার সুব্রত রাজবংশী বলেন, ঢাকার পাইকাররা আজ তুলনামূলক কম আসায় মাছটির দাম তুলনামূলকভাবে কম উঠেছে। হাঁকডাক শেষে মাছটি ৬ হাজার ৩০০ টাকায় কেনা হয়।

এ বিষয়ে হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, ‘পদ্মায় মাঝেমধ্যে বড় পাঙাশ, কাতল, আইড়, বোয়াল মাছ ধরা পড়ে। তবে চিতল মাছ ধরার তথ্য আপনার কাছ থেকেই প্রথম জানলাম।’

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি