হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিকের বুম কেড়ে নেওয়া সেই পুলিশ সদস্যকে প্রত্যাহার

বিশেষ প্রতিবেদক, ঢাকা

রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় লাইভ চলাকালে নাগরিক টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ আরমানের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া সেই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের প্রধান উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন আজ সোমবার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

ডিসি ফারুক আজকের পত্রিকাকে বলেন, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় ডিএমপির প্ররক্ষা বিভাগের কনস্টেবল মো. শাহিনুর রহমান নাগরিক টিভির ওই সাংবাদিকের বুম কেড়ে নেয়। এতে সাংবাদিকের দায়িত্ব পালনে বিঘ্ন ঘটায় শাহিনুর। এই বিষয়টি ডিএমপি কমিশনারকে জানালে তিনি শাহিনুর রহমানকে অপেশাদার আচরণ করায় চলমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করেন। 

শাহিনুরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই ডিসি। 

এর আগে গতকাল রোববার বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় শাহিনুর নামের ওই কনস্টেবল সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেয়। এরপর ওই সাংবাদিককে পুলিশ বক্সে নিয়ে হেনস্তারও অভিযোগ উঠেছে। 

মাইক্রোফোন কেড়ে নেওয়া এবং হেনস্তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক সংগঠনগুলোও।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ