হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিকের বুম কেড়ে নেওয়া সেই পুলিশ সদস্যকে প্রত্যাহার

বিশেষ প্রতিবেদক, ঢাকা

রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় লাইভ চলাকালে নাগরিক টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ আরমানের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া সেই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের প্রধান উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন আজ সোমবার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

ডিসি ফারুক আজকের পত্রিকাকে বলেন, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় ডিএমপির প্ররক্ষা বিভাগের কনস্টেবল মো. শাহিনুর রহমান নাগরিক টিভির ওই সাংবাদিকের বুম কেড়ে নেয়। এতে সাংবাদিকের দায়িত্ব পালনে বিঘ্ন ঘটায় শাহিনুর। এই বিষয়টি ডিএমপি কমিশনারকে জানালে তিনি শাহিনুর রহমানকে অপেশাদার আচরণ করায় চলমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করেন। 

শাহিনুরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই ডিসি। 

এর আগে গতকাল রোববার বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় শাহিনুর নামের ওই কনস্টেবল সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেয়। এরপর ওই সাংবাদিককে পুলিশ বক্সে নিয়ে হেনস্তারও অভিযোগ উঠেছে। 

মাইক্রোফোন কেড়ে নেওয়া এবং হেনস্তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক সংগঠনগুলোও।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ