হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ দুজন ঢামেকে

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলি ছোড়া হলে দুজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও তিনজন। মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গুলিবিদ্ধ একজনের ভাইসহ স্থানীয়রা। 

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় পাকুন্দা এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। 

তিনি বলেন, রূপগঞ্জের মর্তুজাবাদ এলাকার গ্রামের জাহাঙ্গীরের ছেলে ফেরদৌস এবং একই গ্রামের মন্টু মিয়ার চেলে ডালিম নামে দুজন গুলিবিদ্ধ হয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। 

গুলিবিদ্ধ ফেরদৌসের ভাই শান্ত ইসলাম ও স্থানীয়রা আজকের পত্রিকাকে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার পাকুন্দা এলাকায় বাবুরবাজার খেলার মাঠে মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সুটার রিয়াজ ও আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। সেখানে একে অপরের সদস্যদের কোপানোসহ গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ দুজনসহ পাঁচজন আহত হন। 

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। থানায় এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি।’

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে