ঘড়ির কাঁটায় ঠিক ৪ টা। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট প্রদানে নির্ধারিত সময় শেষ। মানুষের ভিড়ে মুখরিত ভোট কেন্দ্রের চারপাশ। যখন ভোট প্রদান শেষে গণনা ও ফলের জন্য অধীর অপেক্ষায় প্রার্থী ও সমর্থকেরা, তখন একদল শিশু মেতেছে রাস্তায় টাঙানো পোস্টার ছেঁড়ার আনন্দে। রীতিমতো হইচই করে তাঁরা মেতেছে এই কাজে। প্রতিযোগিতা চলছে, কার আগে কে ছিঁড়বে।
মানিকগঞ্জ ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নের, গোয়ালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে আজ রোববার শিশুরা এভাবেই মেতে উঠেছিল পোস্টার ছেঁড়া এই প্রতিযোগিতায়।
তাদের সঙ্গে আরও কথা বলতে চাইলে তারা বলে, 'পরে কথা বলুম। এখন পোস্টার নিমে।'
জানা যায়, এই পোস্টার জমিয়ে অনেকে মুদি দোকানে কেজি দরে বিক্রি করবে। কেউ পোস্টারের পেছনের সাদা দিক ব্যবহার করে বানাবে লেখার খাতা; আবার কেউ মায়ের রান্নার কাজে জ্বালানির নিয়ে যাচ্ছে। শিশুদের এই আনন্দের সঙ্গে শরিক হতে দেখা যায় অনেক অভিভাবকদেরও।