হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ভোট শেষে তারা মেতেছে পোস্টার ছেঁড়ার আনন্দে

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঘড়ির কাঁটায় ঠিক ৪ টা। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট প্রদানে নির্ধারিত সময় শেষ। মানুষের ভিড়ে মুখরিত ভোট কেন্দ্রের চারপাশ। যখন ভোট প্রদান শেষে গণনা ও ফলের জন্য অধীর অপেক্ষায় প্রার্থী ও সমর্থকেরা, তখন একদল শিশু মেতেছে রাস্তায় টাঙানো পোস্টার ছেঁড়ার আনন্দে। রীতিমতো হইচই করে তাঁরা মেতেছে এই কাজে। প্রতিযোগিতা চলছে, কার আগে কে ছিঁড়বে। 

মানিকগঞ্জ ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নের, গোয়ালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে আজ রোববার শিশুরা এভাবেই মেতে উঠেছিল পোস্টার ছেঁড়া এই প্রতিযোগিতায়। 

শিশু আলামিন, তোহুরা, সাথি আক্তার জানায়, কয়েক দিন ধরেই তারা চেষ্টা করছে এই পোস্টারগুলো নেওয়ার। কিন্তু বাড়ির সবাই বলছে নির্বাচনের দিন বিকেলে নেওয়ার জন্য। এই কয়দিন অপেক্ষায় ছিল তারা। এখন তো ভোট শেষ হতেই নেমে পড়েছে তারা। অনেকগুলো পোস্টার পেয়েছে। অনেক আনন্দ লাগছে তাদের। 

তাদের সঙ্গে আরও কথা বলতে চাইলে তারা বলে, 'পরে কথা বলুম। এখন পোস্টার নিমে।' 

জানা যায়, এই পোস্টার জমিয়ে অনেকে মুদি দোকানে কেজি দরে বিক্রি করবে। কেউ পোস্টারের পেছনের সাদা দিক ব্যবহার করে বানাবে লেখার খাতা; আবার কেউ মায়ের রান্নার কাজে জ্বালানির নিয়ে যাচ্ছে। শিশুদের এই আনন্দের সঙ্গে শরিক হতে দেখা যায় অনেক অভিভাবকদেরও।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা