হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে দিবালোকে বিকাশ এজেন্ট হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানে প্রকাশ্য দিবালোকে লুট করতে গিয়ে বিকাশ এজেন্ট নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের হাতে মারধরের শিকার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ডিএমপির দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ পরিদর্শক সুমন কুমার বলেন, দোকানি ও বিকাশ এজেন্ট সুমন কুমার পাল (৪০) নিহতের ঘটনায় তাঁর স্ত্রী সেতু রানী পাল বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় জনতার হাতে আটক ও পিটুনির শিকার আব্দুল করিমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল করিম জামালপুর সদর উপজেলার বগাবাইক গ্রামের মৃত চাঁদ মিয়ার ছেলে। করিম বর্তমানে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় থাকেন।

তিনি আরও বলেন, গতকাল শনিবার রাতে দক্ষিণখান থানায় মামলাটি করেন নিহতের স্ত্রী। ওই মামলায় দুজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজন গ্রেপ্তার রয়েছেন। হত্যা ও লুটপাটের পর পালিয়ে যাওয়া আরেকজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে পুলিশ পরিদর্শক সুমন কুমার বলেন, গ্রেপ্তার হওয়া করিম রাজধানীর পঙ্গু হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। তাই তাঁকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। হত্যাকাণ্ডের পেছনে কোনো পূর্ব শত্রুতা ছিল নাকি শুধু লুটপাটের উদ্দেশ্য ছিল, সেটি জিজ্ঞাসাবাদের পর জানা যাবে।

উল্লেখ্য, রাজধানীর দক্ষিণখানের কাওলা শিয়ালডাঙ্গা এলাকার ভাই-ভাই মেডিকেল হল নামের একটি ফার্মেসিতে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সুমন কুমার পালকে হত্যা করে দুর্বৃত্তরা। ওই সময় দোকান থেকে টাকা-পয়সাও লুট করা হয়।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ