হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে দিবালোকে বিকাশ এজেন্ট হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানে প্রকাশ্য দিবালোকে লুট করতে গিয়ে বিকাশ এজেন্ট নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের হাতে মারধরের শিকার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ডিএমপির দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ পরিদর্শক সুমন কুমার বলেন, দোকানি ও বিকাশ এজেন্ট সুমন কুমার পাল (৪০) নিহতের ঘটনায় তাঁর স্ত্রী সেতু রানী পাল বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় জনতার হাতে আটক ও পিটুনির শিকার আব্দুল করিমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল করিম জামালপুর সদর উপজেলার বগাবাইক গ্রামের মৃত চাঁদ মিয়ার ছেলে। করিম বর্তমানে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় থাকেন।

তিনি আরও বলেন, গতকাল শনিবার রাতে দক্ষিণখান থানায় মামলাটি করেন নিহতের স্ত্রী। ওই মামলায় দুজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজন গ্রেপ্তার রয়েছেন। হত্যা ও লুটপাটের পর পালিয়ে যাওয়া আরেকজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে পুলিশ পরিদর্শক সুমন কুমার বলেন, গ্রেপ্তার হওয়া করিম রাজধানীর পঙ্গু হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। তাই তাঁকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। হত্যাকাণ্ডের পেছনে কোনো পূর্ব শত্রুতা ছিল নাকি শুধু লুটপাটের উদ্দেশ্য ছিল, সেটি জিজ্ঞাসাবাদের পর জানা যাবে।

উল্লেখ্য, রাজধানীর দক্ষিণখানের কাওলা শিয়ালডাঙ্গা এলাকার ভাই-ভাই মেডিকেল হল নামের একটি ফার্মেসিতে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সুমন কুমার পালকে হত্যা করে দুর্বৃত্তরা। ওই সময় দোকান থেকে টাকা-পয়সাও লুট করা হয়।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার