হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১ 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাগর মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ বুধবার ভোরে উপজেলার দুর্গম চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও সোনাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত সাগর মিয়া (২৬) নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের জয়নাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। এখন পর্যন্ত আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্বজনেরা আইনি জটিলতা এড়াতে নিজেরাই তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন। 

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারসহ নানা কারণে রাজিব গ্রুপ ও আনোয়ার গ্রুপের মধ্যে ঝামেলা চলছিল। রাজিব গ্রুপের লোকজন দীর্ঘদিন ধরেই এলাকাছাড়া ছিল। বুধবার ভোরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকা দখলে নেওয়ার চেষ্টা করে। এ সময় রাজিব গ্রুপের লোকজন বীরগাঁও, সোনাকান্দি, আমিরাবাদসহ বিভিন্ন স্থানে হামলা চালায়। প্রতিপক্ষ আনোয়ার গ্রুপের লোকজন প্রতিরোধ গড়তে গেলে দুই গ্রুপে সংঘর্ষ হয়। একপর্যায়ে গোলাগুলিতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে সাগর মিয়ার (২৬) মৃত্যু হয়। 

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম বলেন, সোনাকান্দি ও আমিরাবাদ গ্রামের পূর্ববিরোধসহ বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু