হোম > সারা দেশ > ঢাকা

জামিন না দিলেও স্থগিতাদেশ, হাইকোর্টের বিস্ময় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদকের এক মামলায় আসামিকে জামিন দেননি হাইকোর্ট। অথচ জামিন হয়েছে ভেবে সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে গিয়েছে রাষ্ট্রপক্ষ। চেম্বার বিচারপতি দিয়েছেন স্থগিতাদেশও। রাষ্ট্রপক্ষের এমন ঘটনায় বিষ্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। 

বিষয়টি নজরে আসার পর আজ বৃহস্পতিবার ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদকে ডেকে কথা বলেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘ইমরান বনাম রাষ্ট্র’ মামলায় আমরা তো আসামিকে জামিন দেইনি। অথচ আপিল বিভাগ থেকে স্থগিতাদেশ নিয়ে এসেছেন। অ্যাটর্নি জেনারেলকে কিভাবে ভুল তথ্য দিলেন? এখানে অ্যাটর্নি জেনারেলের কোন দায় দেখছি না। 

এ পর্যায়ে সাইফুদ্দিন খালেদ বলেন, ‘কার্যতালিকার পূর্বের মামলার জামিন আদেশের বিষয়টি ভুল করে এই মামলায় মার্ক করেছি। এটি আমার ভুল হয়েছে।’

জানা গেছে, কক্সবাজারের মাদকের এক মামলায় হাইকোর্টে জামিন চান মো. এমরান নামে এক আসামি। গত ১১ মার্চ আসামির জামিন আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের এই বেঞ্চের কার্যতালিকায় ছিল। তবে ওইদিন শুনানি ও আদেশ হয়নি। কিন্তু এই আসামির জামিন হয়েছে মর্মে অ্যাটর্নি জেনারেলকে নোট দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। রাষ্ট্রপক্ষের আবেদনে ১৪ মার্চ ওই জামিন স্থগিত করেন চেম্বার আদালত।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি