নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি হত্যা মামলায় আব্দুর রহিম (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আব্দুর রহিম উপজেলার মইলাবো এলাকার আব্দুর রউফের ছেলে। তিনি তার স্ত্রী ফাতেমা হত্যা মামলার একমাত্র আসামি ছিলেন।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালে পুলিশের পরিদর্শক আবদূর রশিদ। তিনি বলেন, ‘২০১৮ সালে স্ত্রী হত্যা মামলায় রহিমকে সাজা প্রদান করেছে আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘রূপগঞ্জের সুরিয়াব এলাকার মোস্তাফা মিয়ার মেয়ে ফাতেমাকে (১৯) বিয়ে করেছিল আব্দুর রহিম। বিয়ের সময় ফাতেমার পরিবার তাকে ৯০ হাজার টাকা যৌতুক দেয়। কিন্তু এরপরেও আরও ১ লাখ টাকা এনে দেয়ার জন্য বিভিন্ন সময় নির্যাতন করতে থাকে।
২০১৮ সালের ৫ নভেম্বর টাকার জন্য ফাতেমাকে মারধর করে রহিম। একপর্যায়ে পিটিয়ে মেরে ফেলা হয় মেয়েটিকে। হত্যা ধামাচাপা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় ও স্বাভাবিক মৃত্যু বলে চালানোর চেষ্টা করে।
কিন্তু রহিমের যৌতুকের দাবিতে মারধরের খবর আগেই জানত ফাতেমার পরিবার। শরীরে আঘাতের চিহ্ন পেয়ে রহিমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন ফাতেমার বাবা মোস্তফা। বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন।