হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে ইউনাইটেড লেদার কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনাইটেড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনাইটেড লেদার কারখানার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দোতলা টিনশেড ভবনের দ্বিতীয় তলার কেমিক্যাল ইউনিটে আজ বুধবার দুপুর সোয়া ১২টায় এই আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

প্রতিষ্ঠাটির অ্যাডমিন ম্যানেজার ফজলুর রহমান জানান, দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার ইউনাইটেড লেদার কারখানার কেমিক্যাল গোডাউনে ধোয়া দেখতে পান তাঁরা। এ সময় দ্রুত ডেমরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে চলে আসে। পরে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে চলে এলেও ততক্ষণে গোডাউনের সমস্ত কেমিক্যাল পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কারখানার স্পিনিং সেকশন চালু থাকলেও লেদার সেকশন বন্ধ থাকায় কোনো হতাহত হয়নি বলে জানান তিনি। 

এদিকে একই গ্রুপের আরেকটি কারখানার শ্রমিক রুমা আক্তার বলেন, দুপুর সোয়া ১২টার দিকে কেমিক্যালের গোডাউনে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন জ্বলতে দেখে আমরা দ্রুত বেরিয়ে যাই। এ সময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। 

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক (অপারেশন) দেবাশীষ বর্মণ জানান, প্রতিষ্ঠানে আগুন লাগার সংবাদে ঢাকা হেড কোয়ার্টারসহ ডেমরা কাঞ্চন আড়াইহাজার নারায়ণগঞ্জের ১৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানাতে পারেননি তিনি। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু