হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে ইউনাইটেড লেদার কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনাইটেড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনাইটেড লেদার কারখানার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দোতলা টিনশেড ভবনের দ্বিতীয় তলার কেমিক্যাল ইউনিটে আজ বুধবার দুপুর সোয়া ১২টায় এই আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

প্রতিষ্ঠাটির অ্যাডমিন ম্যানেজার ফজলুর রহমান জানান, দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার ইউনাইটেড লেদার কারখানার কেমিক্যাল গোডাউনে ধোয়া দেখতে পান তাঁরা। এ সময় দ্রুত ডেমরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে চলে আসে। পরে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে চলে এলেও ততক্ষণে গোডাউনের সমস্ত কেমিক্যাল পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কারখানার স্পিনিং সেকশন চালু থাকলেও লেদার সেকশন বন্ধ থাকায় কোনো হতাহত হয়নি বলে জানান তিনি। 

এদিকে একই গ্রুপের আরেকটি কারখানার শ্রমিক রুমা আক্তার বলেন, দুপুর সোয়া ১২টার দিকে কেমিক্যালের গোডাউনে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন জ্বলতে দেখে আমরা দ্রুত বেরিয়ে যাই। এ সময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। 

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক (অপারেশন) দেবাশীষ বর্মণ জানান, প্রতিষ্ঠানে আগুন লাগার সংবাদে ঢাকা হেড কোয়ার্টারসহ ডেমরা কাঞ্চন আড়াইহাজার নারায়ণগঞ্জের ১৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানাতে পারেননি তিনি। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন