রাজধানীর যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম নূরে আলম (৩৪)। গতকাল রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের তথ্যমতে, র্যাব-১০–এর একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নূরে আলমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাবার নাম আবুল কাশেম। তিনি দক্ষিণ যাত্রাবাড়ীর চন্দ্রফোটা এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি উক্ত ঘটনায় তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি ঘটনার পর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য গত ৭ বছর যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।