হোম > সারা দেশ > ঢাকা

ময়লার গাড়ির ধাক্কায় গার্মেন্টকর্মী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর শ্যামপুর ধোলাইপাড়ে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ফারুক হোসেন (৪০) নামে গার্মেন্টসকর্মী নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ধোলাইপাড় নৌকা ফুটওভার ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফারুক হোসেন রংপুর কোতোয়ালি উপজেলার শেখপাড়া গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। তিন ছেলে ও স্ত্রী পরিবার নিয়ে ধোলাইপাড় এক নম্বর গলিতে থাকতেন। গেন্ডারিয়ায় সজীব ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আয়রন ম্যান হিসেবে কাজ করতেন তিনি।

নিহতের তার ছোট ভাই মো. রাজু জানান, রাতে গার্মেন্টস থেকে কাজ শেষে বাসায় ফিরছিলেন ফারুক। পথে ধোলাইপাড় নৌকা ব্রিজের পাশে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শুনেছি সিটি করপোরেশনের একটি গাড়ি তাকে ধাক্কা দিয়েছে। ।

এ বিষয়ে কথা হলে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সমরেশ কুমার দাস জানান, রাত সাড়ে ১২ টার দিকে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। লোকমুখে শুনতে পেরেছি সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় মারা যায় ফারুক। তবে গাড়ি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব