হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীর বস্তিতে শিশুকে আটকে রেখে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে মাসুদ রানা (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে মসুদকে গ্রেপ্তার করা হয়। এদিন সকাল ৭টার দিকে টঙ্গীর একটি বস্তিতে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার মাসুদ ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চৌদ্দরীকুষ্টা (মধ্যেপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গীর একটি বস্তিতে থাকতেন। পেশায় একজন ট্রাকচালক। 

পুলিশ জানায়, শিশুটি সোমবার সকালে বস্তির সামনে গেলে মাসুদ তাকে তুলে নিয়ে কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন। সন্ধ্যায় শিশুটি কৌশলে ওই কক্ষ থেকে পালিয়ে যায়। রাতে বাসায় ফিরে এসে তার মাকে বিষয়টি জানায়। পুলিশে খবর দিলে অভিযুক্ত মাসুদকে রাতেই আটক করে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শিশুটির বাবা বলেন, ‘সোমবার সকাল সাড়ে ‍৭টার দিকে আমার মেয়ে নিখোঁজ হয়। রাত ৮টার দিকে ফিরে এসে ওর মাকে ঘটনাটি জানালে পুলিশে খবর দিই। পুলিশ মাসুদকে থানায় নিয়ে যায়। আজ মঙ্গলবার সকালে মামলা দায়ের করেছি।’ 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়ে মাসুদকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। আজ মামলা দায়ের করা হলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব