হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীর বস্তিতে শিশুকে আটকে রেখে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে মাসুদ রানা (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে মসুদকে গ্রেপ্তার করা হয়। এদিন সকাল ৭টার দিকে টঙ্গীর একটি বস্তিতে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার মাসুদ ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চৌদ্দরীকুষ্টা (মধ্যেপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গীর একটি বস্তিতে থাকতেন। পেশায় একজন ট্রাকচালক। 

পুলিশ জানায়, শিশুটি সোমবার সকালে বস্তির সামনে গেলে মাসুদ তাকে তুলে নিয়ে কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন। সন্ধ্যায় শিশুটি কৌশলে ওই কক্ষ থেকে পালিয়ে যায়। রাতে বাসায় ফিরে এসে তার মাকে বিষয়টি জানায়। পুলিশে খবর দিলে অভিযুক্ত মাসুদকে রাতেই আটক করে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শিশুটির বাবা বলেন, ‘সোমবার সকাল সাড়ে ‍৭টার দিকে আমার মেয়ে নিখোঁজ হয়। রাত ৮টার দিকে ফিরে এসে ওর মাকে ঘটনাটি জানালে পুলিশে খবর দিই। পুলিশ মাসুদকে থানায় নিয়ে যায়। আজ মঙ্গলবার সকালে মামলা দায়ের করেছি।’ 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়ে মাসুদকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। আজ মামলা দায়ের করা হলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট