হোম > সারা দেশ > ঢাকা

রেস্তোরাঁকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ মেয়র আতিকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হোটেল-রেস্তোরাঁকর্মীদের প্রশিক্ষণের আওতায় আনার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘হোটেল-রেস্টুরেন্টে সবার কম-বেশি খাওয়া পড়ে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের দায়িত্ব নিতে হবে। সবাই মিলে আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করব।’

আজ সোমবার রাজধানীর গুলশান-২-এ নগর ভবনে হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসির মেয়র এসব কথা বলেন। এ সময় তিনি ডিএনসিসির স্বাস্থ্য বিভাগকে, হোটেল, রেস্তোরাঁ ও ভ্রাম্যমাণ খাবার বিক্রেতাদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

ডিএনসিসির মেয়র বলেন, ‘সুস্থ, সচল ও আধুনিক ঢাকা কেবল লাইট বা রাস্তা দিয়ে নির্মাণ সম্ভব নয়। এর সঙ্গে নিরাপদ খাদ্যেরও প্রয়োজন রয়েছে। এ জন্য খাদ্য বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে।’ 

সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আগামী দুই মাস জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন বলেও জানান মেয়র আতিকুল ইসলাম। মেয়র বলেন, ‘হোটেল-রেস্টুরেন্ট মালিকদের ব্যবসার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খাদ্যের ব্যবসা করে নিজে একদিনও খাবার খাবেন না, তা হতে পারে না। তাঁদের সার্বক্ষণিক তদারকি করতে হবে।’ 

বিজিএমইএর উদাহরণ টেনে বলেন, ‘অবহেলিত গার্মেন্টস শ্রমিকেরা যেমন নিজেদের শৃঙ্খলার জন্য প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে, তেমনি হোটেল-রেস্টুরেন্ট ব্যবসায়ীরা সচেতন হলে এই সেক্টরটিও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করবে।’ 

সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান প্রমুখ।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ