হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় যুবলীগ নেতাকে অব্যাহতি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রায়পুরা পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় পৌর যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেনকে আওয়ামী যুবলীগের দলীয় কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 

গতকাল বুধবার রায়পুরা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. মিলন মিয়া ও সাধারণ সম্পাদক মো. আলমগীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মো. আনোয়ার হোসেনকে দলীয় কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। মো. আনোয়ার হোসেন পৌর আওয়ামী যুবলীগে সভাপতি পদে ছিলেন। বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কাজের অভিযোগ এনে তাঁকে পৌর যুবলীগ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। 

জানা গেছে, মো. আনোয়ার হোসেনকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন দেয়নি। পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবকে মনোনয়ন দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনতন্ত্রের ২২(ক) অনুচ্ছেদ মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের পরামর্শে আপনাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। 
 
এ ব্যাপারে মেয়র পদপ্রার্থী মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমাকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা ও পৌর একই সমমান হওয়ায় তাদের কাছে জবাব দিতে আমি রাজি নই। পৌর যুবলীগ জেলা যুবলীগের অধীনস্থ। নির্বাচনকে সামনে রেখে আমার গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে।’ 
 
উপজেলা যুবলীগের সভাপতি মো. মিলন মাস্টার বলেন, ‘অব্যাহতির লিখিত পত্রটি আপনাকে দিয়ে দেব। এই মুহূর্তে কোনো বক্তব্য দেব না।’ 

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৬ ডিসেম্বর প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভায় মেয়র পদে লড়ছেন পাঁচজন। ৯টি ওয়ার্ডে ২৮ জন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৯ জন। পৌরসভায় প্রায় ২৬ হাজার ৫১৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১৩ হাজার ৫৬৭ জন নারী আর ১২ হাজার ৯৫০ জন পুরুষ ভোটার। ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি। ভোটকক্ষের সংখ্যা ৭৬টি।    

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ