হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই স্বেচ্ছাসেবক দল নেতার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ থানা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শান্ত খানের বিরুদ্ধে পুলিশের কাছ থেকে হাতকড়া পরানো অবস্থায় এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার সাদীপুর ইউনিয়নের লস্করবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওয়ারেন্টভুক্ত আসামি রিপনকে (২৫) পুলিশ গ্রেপ্তার করলে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খান দলবল নিয়ে তাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। রিপন লস্করবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে।

সোনারগাঁ উপজেলার তালতলা তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম মিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামি রিপনকে গ্রেপ্তার করে হাতকড়া পরানো হয়। তাঁকে থানায় নিয়ে আসার পথে স্বেচ্ছাসেবক দলের নেতা শান্ত খান দলবল নিয়ে এসে আসামিকে আমাদের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যান এবং আমাদের ওপর হামলার চেষ্টা করেন।’

অভিযোগের বিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শান্ত খানের মোবাইল ফোনে কল করা হলে তিনি তা ধরেননি।

জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সালুকে একাধিকবার ফোন কল করা হলে তিনি তা ধরেননি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম বলেন, ‘এ বিষয়ে এখনো আমি কিছুই জানি না। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে