হোম > সারা দেশ > টাঙ্গাইল

টিকা নেওয়ার ৮ ঘণ্টা পর শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে করোনাভাইরাসের টিকা নেওয়ার ৮ ঘণ্টা পর তানজীন আক্তার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। টিকা নেওয়ার কিছুক্ষণ পর তার শরীরে জ্বর শুরু হয়, একপর্যায়ে জ্বর তীব্র হয়ে মৃত্যু হয় ওই শিক্ষার্থীর। তবে ভ্যাকসিন নেওয়ার কারণে তার মৃত্যু হয়নি বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা। 

তানজীন আক্তার উপজেলার সল্লা ইউনিয়নের ভাওয়াল গ্রামের শামসুর রহমানের মেয়ে। সে নরদহি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। 

নিহতের পরিবার ও সহপাঠীরা জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নরদহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা নিতে কালিহাতী যান। সেখানে তানজীন আক্তারও টিকা নেন। টিকা নেওয়ার কিছুক্ষণ পরেই তার জ্বর আসলে সে বাড়ি চলে যায়। বাড়িতে যাওয়ার পর শরীর খারাপের জন্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নাপা ট্যাবলেট খাওয়ানোর পরামর্শ দেন। সে অনুযায়ী তাকে নাপা ট্যাবলেট খাওয়ানো হয়। পরে সন্ধ্যার দিকে মৃত্যু হয় তানজীনের। 

ওই শিক্ষার্থীর বড় ভাই বলেন, টিকা দেওয়ার কিছুক্ষণ পরে তানজীনের জ্বর আসে। স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা মোতাবেক নাপা ট্যাবলেট খাওয়ানো হয়। 

নরদহি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ভ্যাকসিন নেওয়ার পরে তার প্রচণ্ড জ্বর উঠে। এরপর সে বাড়ি চলে যায়। 
 
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী বলেন, ‘স্ট্রোকে তার মৃত্যু হতে পারে ভ্যাকসিন নেওয়ার কারণে নয়। ভ্যাকসিন নেওয়ার কারণে মৃত্যু হলে তার খিঁচুনি, শ্বাসকষ্ট ও বমিসহ অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া হতো। কিন্তু তার মাঝে এসব কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন