হোম > সারা দেশ > ঢাকা

সরকারি ওয়েবসাইটে এখনো প্রতিমন্ত্রী মুরাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারীদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান। গতকাল মঙ্গলবার রাতে তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে গেজেটও প্রকাশিত হয়েছে। কিন্তু মন্ত্রিপরিষদের বিভাগের ওয়েবসাইটে মুরাদকে এখানো প্রতিমন্ত্রীর তালিকায় রাখা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও মুরাদ এখানো প্রতিমন্ত্রী!

আজ বুধবার সকাল পৌনে ৯টায় মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, হোম পেজের নোটিশ অংশে মুরাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করার প্রজ্ঞাপন রয়েছে। এই ওয়েবসাইটে মন্ত্রিসভা সম্পর্কে যে তথ্য দেওয়া আছে, তাতে প্রতিমন্ত্রীদের তালিকার ১৩ নম্বরে রয়েছে মুরাদ হাসানের নাম।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এই মন্ত্রণালয়ের মন্ত্রী হাছান মাহমুদের ছবির নিচে প্রতিমন্ত্রী হিসেবে মুরাদের ছবি ও জীবনবৃত্তান্ত রয়েছে। তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যে কেউ ঢুকলেই মুরাদকে এখানো প্রতিমন্ত্রী বলেই মনে করবেন।

এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, অনেক রাতে মুরাদ হাসানের পদত্যাগপত্র গৃহীত হওয়ায় তাঁরা ওয়েবসাইটের তথ্য রাতেই আর হালনাগাদ করতে পারেননি। বিষয়টি সংশ্লিষ্ট শাখার নজরে এনে ঠিক করে দেওয়া হবে। আর মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, বিষয়টি এখনো কারও নজরেই আসেনি, এটি ঠিক করে দেওয়া হবে।

নারীদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে চাপে পড়েন মুরাদ হাসান। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগপত্র দেন তিনি। মঙ্গলবার রাতে মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি।

২০১৯ সালের ৭ জানুয়ারি সরকার গঠন করে মুরাদকে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৯ সালের ১৯ মে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে তাঁকে তথ্য প্রতিমন্ত্রী করা হয়েছিল।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু