হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আমির হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত ৬ আগস্ট কারাগার থেকে পালিয়েছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। আমির হোসেন চাঁদপুরের মতলব উত্তর থানার দক্ষিণ মান্দারতলী গ্রামের তাজুল ইসলামের ছেলে।

আজ শনিবার দুপুরে র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে ২০১০ সালে গাজীপুরের টঙ্গী এলাকায় বন্ধুদের নিয়ে হাসান (১৪) নামের এক কিশোরকে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে হত্যা করেন আমির হোসেন। এ ঘটনায় তাঁকে মৃত্যুদণ্ড দেন আদালত।

র‍্যাব জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান আমির হোসেন। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।

র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা