হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আমির হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত ৬ আগস্ট কারাগার থেকে পালিয়েছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। আমির হোসেন চাঁদপুরের মতলব উত্তর থানার দক্ষিণ মান্দারতলী গ্রামের তাজুল ইসলামের ছেলে।

আজ শনিবার দুপুরে র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে ২০১০ সালে গাজীপুরের টঙ্গী এলাকায় বন্ধুদের নিয়ে হাসান (১৪) নামের এক কিশোরকে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে হত্যা করেন আমির হোসেন। এ ঘটনায় তাঁকে মৃত্যুদণ্ড দেন আদালত।

র‍্যাব জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান আমির হোসেন। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।

র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার