হোম > সারা দেশ > গাজীপুর

ইউএনও কার্যালয়ের সামনে জলাবদ্ধতা

প্রতিনিধি, শ্রীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের সামনের রাস্তায় দীর্ঘ দিন থেকে পানি জমে আছে। পানিতে শেওলা জমে গেছে। এতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে আসা সেবা প্রার্থীরা ভোগান্তিতে পড়ছেন। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার পরিষদের প্রবেশ মুখে প্রধান ফটকের সামনে পানি জমে আছে। এ ছাড়া প্রবেশের দ্বিতীয় ফটকের সামনে রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে উপজেলা পরিষদের পরিত্যক্ত ভবনের জমে থাকা পানি। উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে সেবা প্রার্থীদের প্রবেশ করতে হয় ময়লা পানি পেরিয়ে। উপজেলা পরিষদ চেয়ারম্যানের পরিত্যক্ত কার্যালয়ের সামনে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সবুজ শেওলা জমে গেছে। এই পরিত্যক্ত কার্যালয়ের জমে থাকা পানি ইউএনও কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে বের হয়ে ড্রেনে পড়ে। 

এ ছাড়া উপজেলা কার্যালয়ের সামনে ভূগর্ভস্থ পাইপ ফেটে এবং পাশের পুকুর থেকে ঝরনার মতো পানি বইতে দেখা গেছে। শ্রীপুর উপজেলা সহকারী প্রকৌশল মাসুদুল ইসলাম বলেন, এই পানি কোথা থেকে আসছে তা খুঁজে পাওয়া যাচ্ছে না। 

মাসুদুল ইসলাম বলেন, সড়ক ও জনপথ বিভাগ উপজেলা পরিষদের সামনের রাস্তায় ড্রেন নির্মাণ করেছেন। সেটি উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর থেকে অনেক উঁচু। ড্রেন নির্মাণের সময় আমি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাবেক ইউএনওর সঙ্গে কোনো পরামর্শ না করে নির্মাণকাজ সমাপ্ত করা হয়। ফলে এই কার্যালয়ের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এ কারণেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। 

জলাবদ্ধতার কারণে সেবাগ্রহীতাদের ভোগান্তির কথা স্বীকার করে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে সমস্যা সমাধান করা হবে। 

শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান বলেন, বৃষ্টির পানি পড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করে এই সমস্যা সমাধান করা হবে। এরই মধ্যে এই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট